TRENDING:

Nargis Fakhri: 'সমকামী হলেও নগ্ন হতে পারব না', নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে

Last Updated:
Nargis Fakhri: এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ওটিটি-তে প্রায় সব ধরনের চরিত্রই এক্সপেরিমেন্ট করতে চাই৷ সমকামী চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা নেই৷ তবে পর্দায় কোনওদিন নগ্ন হতে পারব না৷
advertisement
1/5
'সমকামী হলেও নগ্ন হতে পারব না', নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে
নার্গিস ফকরি বলিউডের টিনসেল টাউনের অন্যতম প্রমিসিং অভিনেত্রী। রণবীর কাপুর অভিনীত রকস্টার ছবিতে প্রথমবার বলিউডে ডেবিউ করেছিলেন নার্গিস। প্রথম ছবিতে ছকভাঙা অভিনয করে সকলের মন জিতে নিয়েছিলেন নার্গিস৷
advertisement
2/5
তারপর বেশ কিছু ছবিতে নজর কাড়েন অভিনেত্রী৷ বেশ কিছুদিন ধরে বড়পর্দায় সেভাবে দেখা যায় নি নার্গিসকে৷ এবার ওটিটি-তে পা রাখতে চলেছেন অভিনেত্রী৷ 'টাটলুবাজ' সিরিজেই ডেবিউ করতে চলেছেন নার্গিস৷
advertisement
3/5
বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে অনেক তারকারাই মুখ খুলছেন৷ দিনকয়েক আগেই ওটিটি-তে সমকামিতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন আমিশা৷ এবার ওটিটি-তে ডেবিউ নিয়ে মুখ খুললেন নার্গিস৷
advertisement
4/5
এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ওটিটি-তে প্রায় সব ধরনের চরিত্রই এক্সপেরিমেন্ট করতে চাই৷ সমকামী চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা নেই৷ তবে পর্দায় কোনওদিন নগ্ন হতে পারব না৷ এই একটি বিষয়ে গুরুতর আপত্তি রয়েছে৷ নতুন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই মন্তব্য৷নার্গিসের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে৷
advertisement
5/5
মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন নার্গিস৷ আমেরিকা'জ নেক্সট সুপার মডেল হিসেবে মনোনীত হয় নার্গিস৷ তারপরই আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য মোটা টাকা পারিশ্রমিকের বিনিময়ে ফোটোশ্যুটের প্রস্তাব পান৷ সেখানেও একটা শর্ত ছিল নগ্ন হতে হবে৷ তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন নার্গিস৷ কেরিয়ারের শুরুতে নিজেকে করা প্রতিজ্ঞা ভাঙতে চান না নার্গিস৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nargis Fakhri: 'সমকামী হলেও নগ্ন হতে পারব না', নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল