TRENDING:

ক্যানসার হয়েছে জেনে সারারাত কেঁদেছিলাম, অসহায় সেই রাতের কথা জানালেন সোনালি

Last Updated:
advertisement
1/5
ক্যানসার হয়েছে জেনে সারারাত কেঁদেছিলাম, অসহায় সেই রাতের কথা জানালেন সোনালি
ক্যানসারের সঙ্গে লড়াই, সাহস সঞ্চয়, অবশেষে নিজেকে গ্রহণ করতে শেখা৷ নিজের মারণরোগ জয়ের গল্পই এতদিন শেয়ার করেছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে৷ নিজের অসহায়তার কথা কখনই প্রকাশ্যে আনেননি তিনি৷ এবার ভোগ সিজন ৩ শো-এ বন্ধু সুজানে খানের কাছে সেই অসহায়তার গল্পই খুলে বললেন সোনালি৷
advertisement
2/5
সারা রাত কেঁদে কাটানোক পর সকালে নিজেকে বলেছিলাম আর কান্নাকাটি নয়৷ এবার থেকে শুধু আনন্দ৷ সূর্য ওঠার পরই নিজের একটা ছবি তুলেছিলাম৷ পরিবার ও বন্ধুদের সঙ্গে সেই ছবি শেয়ার করে লিখেছিলাম, বন্ধুরা, সূর্যের আলোর দিকে তাকাও৷
advertisement
3/5
ক্যানসার যুদ্ধে স্বামীই ছিলের তাঁর সবচেয়ে বড় শক্তি৷ সোনালি বলেন, গোল্ডির সঙ্গে আমার ১৬ বছরের বিবাহিত জীবন৷ যখন জানতে পারলাম আমি ক্যানসার আক্রান্ত, তখন বুঝেছি গোল্ডিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ৷ গোল্ডি বলেছিল, চল আজকের দিনটা বাঁচি৷ ওর থেকেই প্রতিটা দিন আলাদা করে বাঁচতে শিখেছিলাম৷ সেখান থেকেই #OneDayAtATime ও #SwitchOnTheSunshine হ্যাশট্যাগ৷
advertisement
4/5
আর বন্ধুরা? সোনালি জানান, নিউ ইয়র্কে থাকাকালীন কীভাবে বন্ধুরা তাঁর পাশে ছিলেন৷ কেমোথেরাপি, অস্ত্রোপচারের মাঝেও তাঁর মুখে হাসি ফুটিয়েছিলেন সুজানে খান, গায়ত্রী জোশির মতো বন্ধুরা৷
advertisement
5/5
নিজের দীর্ঘদিনের কর্মক্ষেত্র বলিউড নিয়েও কথা বলেন সোনালি৷ তবে জীবন উপভোগ করাই এখন তাঁর কাছে সবচেয়ে আগে, "আমি জীবনে অনেক এগিয়ে গিয়েছি৷ জীবনের প্রতিটা পর্যায়কে আমি ভালবেসেছি৷ জীবনে এত কিছু ঘটার পর এখন আবার নতুন কিছুর জন্য প্রস্তুত৷"
বাংলা খবর/ছবি/বিনোদন/
ক্যানসার হয়েছে জেনে সারারাত কেঁদেছিলাম, অসহায় সেই রাতের কথা জানালেন সোনালি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল