TRENDING:

১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলাম, ৩২ বছর পর মুখ খুললেন সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী !

Last Updated:
advertisement
1/5
১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলাম, ৩২ বছর পর মুখ খুললেন সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী !
আর পারলেন না ! প্রায় ৩২ বছর ধরে মুখ বুজে ছিলেন ৷ এবার তিনি মুখ খুললেন ৷ সংবাদ মাধ্যমে নিজেই লিখলেন, সেই ভয়ানক অভিজ্ঞতার কথা ৷ ‘১৬ বছর বয়সে আমি ধর্ষিত হয়েছিলাম !’ লিখলেন, আমেরিকান লেখিকা, অভিনেত্রী ও মডেল পদ্মলক্ষ্মী ! Photo Collected
advertisement
2/5
ধর্ষণের শিকার হয়ে ৩২ বছর পর মুখ খুললেন পদ্মলক্ষ্মী। মডেল, অভিনেত্রী ও লেখিকা ছাড়াও পদ্মলক্ষ্মীর রয়েছে আরেকটি পরিচয়ও ৷ তিনি জনপ্রিয় লেখক সলমন রুশদির প্রাক্তন স্ত্রী। ১৬ বছর বয়সেই প্রেমিকের কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব কাউকেই তিনি এ ঘটনা সম্পর্কে জানাতে পারেননি। Photo Collected
advertisement
3/5
পদ্মলক্ষী জানান, ‘এক রাতে প্রেমিকের অ্যাপার্টমেন্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তখনই প্রেমিক তাকে ধর্ষণ করেন। তিনি চিৎকার করেছিলেন ৷ তবুও শোনেনি কেউ-ই ৷ প্রেমিককে জোর হাত করে বলেছিলেন, দয়া করে আমার এই সর্বনাশ করও না । কিন্তু কেউ কথা শোনেনি ৷ ওই ঘটনার পর প্রেমিক নিজেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে অপরাধবোধে ভুগতে হয়েছে পদ্মলক্ষীকে। তার বয়স ছিল মাত্র ১৬। Photo Collected
advertisement
4/5
পদ্মলক্ষী বলেন, মাকে না, বন্ধুদের না, পুলিশকেও না, কাউকেই এ ঘটনা আমি জানাতে পারেনি ৷ ভয় পেয়েছিলাম ৷ ভেবেছিলাম সবাই আমাকে নষ্ট মেয়ে ভাববে । ১৯৮০ এর দশকে ধর্ষণ নিয়ে প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা ছিল না। আর জানালে অভিভাবকরা অবশ্যই বলতেন, তুমি তখন তার অ্যাপার্টমেন্টে কী করছিলে? Photo Collected
advertisement
5/5
পদ্মলক্ষী আরও জানান, ধর্ষণের ঘটনা প্রথম নয় ৷ ৭ বছর বয়সেও তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এক আত্মীয় তাকে আপত্তিকরভাবে স্পর্শ করতো এবং তার হাত নিয়ে নিজের গোপনাঙ্গের ওপর রাখতো। এটা মা ও সৎ বাবাকে জানানোর পর তাকে ভারতে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলাম, ৩২ বছর পর মুখ খুললেন সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল