Huma Qureshi: শেফ তরলা দালালের মশলাদার জীবনের গল্প বলবেন হুমা কুরেশি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Huma Qureshi: ছবি দেখে চিনতেই পারবেন না নায়িকাকে। একেবারে মশলাদার গল্প নিয়ে আসছেন হুমা কুরেশি। বলিউডে প্রথম কোনও শেফের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা!
advertisement
1/5

হুমা কুরেশি। বলিউডের একটু অন্য ছন্দের নায়িকা তিনি। দক্ষ অভিনয়েই বলিউডে নিজের জায়গা করেছেন নায়িকা। এবার ট্যুইটারে নায়িকা শোনালেন খুশির খবর। photo source collected
advertisement
2/5
হুমা কুরেশি অভিনয় করতে চলেছেন শেফ তরলা দালালের বায়োপিকে। সেই ছবির প্রথম লুক সামনে আনলেন নায়িকা। photo source collected
advertisement
3/5
মোটা চেহারা, গোল পুরনো চশমা! দাঁতেও সামান্য বদল আনা হয়েছে। ছবি দেখে একটু তো সময় লাগবেই নায়িকাকে চিনতে। photo source collected
advertisement
4/5
হুমা কুরেশি ট্যুইটারে ছবি পোস্ট করে লেখেন, " তরলাকে তরকে সে মন মে আতি হ্যায়, এক হিসাবাল, কাব মিলেগা মকা টু এক্সপেরিয়েন্স উনকে স্বাদ কা কামাল।" তারপরে লেখেন, দেখা করুন তরলা দালালের সঙ্গে। আর জানুন তাঁর জীবনের মশালাদার কাহিনী। photo source collected
advertisement
5/5
এই ছবি পরিচালনা করছেন পীয়ুষ গুপ্তা। এই ছবিই বলিউডের প্রথম ছবি, যেখানে একজন শেফের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে। photo source collected