Barbara Mori | Kites | Hrithik roshan: হৃতিক রোশনের ঘর ভাঙার অভিযোগ উঠেছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে, আক্রান্ত হয়েছিলেন ক্যানসারেও, জানেন সে কে?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Where is Barbara Mori Now: সে কিন্তু এখন ঠাম্মাও। তাঁর যখন ৩৯ বছর বয়স তখন তাঁর ছেলের একটি মেয়ে হয়। বিষয়টি বারবারা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার জানিয়েছেন। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
1/8

অনুরাগ বসু নির্দেশিত 'কাইটস' সিনেমায় অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন এই অভিনেত্রী। একটা মাত্র সিনেমাতেই দেশজুড়ে শোরগোল। তাঁর রূপ লাবণ্যের আকর্ষণ থেকে বাঁচেননি অভিনেতা হৃতিক রোশনও। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হৃতিক, বারবারা, কঙ্গনা অভিনীত 'কাইটস'। সিনেমায় নাতাশার চরিত্রে অভিনয় করেছিলেন বারবারা মোরি। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
2/8
ছবিটি মুক্তি পাওয়ার পরে ১৩ বছর কেটে গেছে। কিন্তু এই ১৩ বছরে আর ভারতের কোনও সিনেমায় দেখা যায়নি বারবারাকে। দেখতেও অনেকটাই বদলে গিয়েছেন বারবারা। তার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে অনেক পরিবর্তন। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
3/8
বারবারার বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগও উঠেছিল। এসব ২০১০ সালের কথা। কাইটস ছবিটি যখন মুক্তি পায়, তখন হৃতিক-বারবারার অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে জোরদার চর্চা হয়। একের পর এক চুম্বন দৃশ্যে হৃতিক-বারবারার সাবলীল অভিনয় নিয়ে জল্পনা শুরু হয় দেশজুড়ে। সিনেমার পর্দার বাইরেও তাঁদের ঘনিষ্ঠতা মিডিয়াযর চোখ টানে। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
4/8
'কাইটস' মুক্তির সময়েই হৃতিক এবং বারবারা মোরির ঘনিষ্ঠতা নিয়ে সরগরম হয় বলিউড। শোনা গিয়েছিল, সেই সময় নাকি তৎকালীন স্ত্রী সুজান খান ও দুই ছেলেকে বাড়িতে ছেড়়ে বারবারার সঙ্গে হোটেলে থাকতে শুরু করেছিলেন হৃতিক। হৃতিক-বারবারার ঘনিষ্ঠতায় নাকি খুব আহত হয়েছিলেন সুজান। তারপরেই নাকি নিয়েছিলেন ডিভোর্সের সিদ্ধান্ত। যদিও, হৃতিক এবং কঙ্গনার সম্পর্কও তারপরে তুমুল শোরগোল ফেলে। যদিও, হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদের পিছনে বারবারাকেই দায়ী করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
5/8
এখন বারবারা মোরির বয়স ৪৫ বছর। বর্তমানে মডেলিং, প্রযোজনা এবং লেখিকা হিসাবে কাজ করেন। সিনেমায় আসার আগেও বারবারা মডেল ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন। মডেল হওয়ার আগে একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজও করেছেন একসময়। এখানেই তাঁকে দেখতে পান ডিজাইনার মার্কোস টলেডো। বারবারার রূপ দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তিনি বারবারাকে কাজের প্রস্তাব দেন। তখন থেকেই শুরু হয় তাঁর মডেলিং কেরিয়ার। তার অনেক পরে বলিউডে বারবারার অভিষেক। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
6/8
২০১০ এ কাইটস করার পরে ২০১৪ সাল পর্যন্ত তিনি অভিনয় করেছেন বিভিন্ন সিনেমায়। এরপর দীর্ঘ বিরতি নেন। গ্ল্যামার ইন্ডাস্ট্রির পাশাপাশি বারবারা বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে জড়িয়ে ফেলেন। মেক্সিকোতে তিনি স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারের অন্যতম মুখ। বারবারা নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু, প্রাথমিক স্টেজে ধরা পড়ায় এখন তিনি সুস্থ। (ছবির ক্রেডিট: instagram/@delamori)
advertisement
7/8
১৯ বছর বয়সে অভিনেতা সার্জিও মায়ারের প্রেমে পড়েছিলেন বারবারা। ১৯৯৮ সালে, সার্জিওর পুত্রেরও জন্ম দেন তিনি। কিন্তু দুজনে পরস্পরকে বিয়ে করেননি। পরে বারবারা ও সার্জিয়া আলাদা হয়ে যান। ২০১৬ সালে, বারবারা বেসবল খেলোয়াড় কেনেথ রে সিগম্যানকে বিয়ে করেন। তবে এই সম্পর্কও শেষ হয়ে যায় দ্রুত। এক বছর পরে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। এখন শোনা যাচ্ছে, বারবারা চলচ্চিত্র নির্মাতা ফার্নান্দো রোভারের সাথে ডেট করছেন।
advertisement
8/8
বারবারা কিন্তু এখন ঠাম্মাও। তাঁর যখন ৩৯ বছর বয়স তখন তাঁর ছেলের একটি মেয়ে হয়। বিষয়টি বারবারা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার জানিয়েছেন। (ছবির ক্রেডিট: instagram/@delamori)