Hrithik Roshan | Saba Azad: ছবি তুলছেন সাবা আর জুতো ধরে দাঁড়িয়ে হৃতিক! এমন বরই তো চাই..ছবি ঘিরে তোলপাড় নেট দুনিয়া
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সম্প্রতি দুজনেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) একসঙ্গে হাজির হয়েছিলেন। দুজনে একসঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন। হৃতিক ও সাবার (সাবা আজাদ) ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ছবিগুলো দেখার পর কেউ কেউ হৃতিকের প্রশংসা করছেন, আবার কেউ তাঁকে ট্রোল করছেন।
advertisement
1/7

ডেট করছেন বেশ অনেকদিনই হল। হৃতিক রোশনের পারিবারিক ছবিতেও দেখা যায় সাবা আজাদকে। এমনকি, সাবার ছবিতে প্রকাশ্যেই প্রশংসাসূচক কমেন্ট করে যান হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। কিন্তু এবার ধরা পড়ল এক্কেবারে অন্য ছবি। যা দেখে নতুন করে হৃতিকের প্রেমে পড়ছেন মেয়েরা। Instagram @hrithikroshan/amitaggarwalofficial)
advertisement
2/7
সম্প্রতি দুজনেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) একসঙ্গে হাজির হয়েছিলেন। দুজনে একসঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন। হৃতিক ও সাবার (সাবা আজাদ) ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ছবিগুলো দেখার পর কেউ কেউ হৃতিকের প্রশংসা করছেন, আবার কেউ তাঁকে ট্রোল করছেন। Instagram @hrithikroshan/amitaggarwalofficial)
advertisement
3/7
ওই দিনের অনুষ্ঠানে সাবা পরেছিলে লাল শাড়ির গাউন। আর হৃতিকের পরনে ছিল কালো কুর্তা-পাজামা। দুজনে একসঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছেন।
advertisement
4/7
একটি ছবিতে হৃতিক লিখেছেন, "লেডি ইন রেডের সাথে।" সাবাও একই ছবি শেয়ার করে লিখেছেন, "রো অ্যান্ড সু'স নাইট আউট!!" গত বছরের ফেব্রুয়ারিতে একটি ডিনার ডেটে প্রথম দেখা গিয়েছিল হৃতিক-সাবাকে। এখন দুজনেই বলিউডের ঘোষিত কাপল।
advertisement
5/7
এদিনের অনুষ্ঠানের একটি ছবিতে দেখা গিয়েছে, সাবা তাঁর ডিজাইনার অমিত আগরওয়ালের সঙ্গে ছবি তুলছেন। পিছনে অন্য একজনের সঙ্গে কথা বলছেন হৃতিক।
advertisement
6/7
কিন্তু, ছবিটা একটু খেয়াল করলেই দেখা যাবে, হৃতিকের হাতে রয়েছে একটি বেইজ হিল স্যান্ডেল।
advertisement
7/7
বান্ধবীর জুতো এভাবে ধরে থাকতে দেখে নতুন করে হৃতিকের প্রশংসা শুরু হয়েছে মহিলা মহলে। ভাইরাল হওয়া এই ছবি নিয়ে এক ভক্ত লিখেছেন, "একে বলে ভালবাসা। কত যত্ন করে ওঁর স্যান্ডেল ধরে রেখেছেন।" আরেক ভক্ত কমেন্টে লিখেছেন, "হৃতিক রোশন একজন ভদ্রলোক।" হৃতিক রোশন এবং সাবা আজাদও তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিগুলি শেয়ার করেছেন। প্রথমবার দুজনে এভাবে ফটোশুট করিয়েছেন।