Hrithik Sussanne: বর্তমানকে সঙ্গে নিয়েই প্রাক্তনের সঙ্গে পার্টি, নেটিজেনরা বলল, 'বাহ! এই তো আদর্শ এক্স!'
- Published by:Satabdi Adhikary
Last Updated:
কিন্তু হৃতিক সুজানের স্বপ্নের নীড় ভেঙে যায় ২০১৪ সালেই। কিন্তু দুই ছেলে হৃদান ও রিহানের পাশে সবসময়েই দেখা গিয়েছে দুজনকে। এমনকি, বিচ্ছেদের পরে একসঙ্গে চারজনে ছুটিও কাটিয়েছেন।
advertisement
1/9

নিজের নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। কিন্তু বন্ধুত্বের হাত কখনও ছাড়েনি। ফের প্রকাশ্যে হৃতিক রোশন, সাবা আজাদ, সুজানে খান এবং আর্সলান গোনির ছবি। নেটিজেনরা বলছে, 'এই তো আদর্শ এক্স-এর উদাহরণ'
advertisement
2/9
সেই ছোটবেলা থেকেই প্রেম। ২০০০ সালে এসে গাঁটছড়া।
advertisement
3/9
কিন্তু হৃতিক সুজানের স্বপ্নের নীড় ভেঙে যায় ২০১৪ সালেই। কিন্তু দুই ছেলে হৃদান ও রিহানের পাশে সবসময়েই দেখা গিয়েছে দুজনকে। এমনকি, বিচ্ছেদের পরে একসঙ্গে চারজনে ছুটিও কাটিয়েছেন।
advertisement
4/9
সম্প্রতি বলিউড অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃতিক।
advertisement
5/9
প্রথমের দিকে রাখঢাক রাখলেও, পরে ধীরে ধীরে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্ক। এমনকি, হৃতিকের পারিবারিক ছবিতেও দেখা যায় সাবাকে।
advertisement
6/9
অন্যদিকে, আর্সলান গোনির হাত ধরে নতুন জীবন উপভোগ করছেন সুজান খানও। প্রায়ই একে অপরের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। তোলেন মজার সব সেলফি।
advertisement
7/9
এখানেই শেষ নয়, প্রাক্তনের বর্তমান সঙ্গীদের সঙ্গেও দারুণ সম্পর্ক বজায় রাখেন হৃতিক সুজান।
advertisement
8/9
কখনও সুজানের বয়ফ্রেন্ড আর্সলানের জন্মদিনে তাঁকে উইশ করেন হৃতিক। কখনও সুজানের পোস্টে লাভ রিয়্যাক্ট দেন সাবা।
advertisement
9/9
আবার চারজনে মিলে পার্টিও করেন মাঝেমধ্যে। সব মিলিয়ে মন্দ নয় হৃতিক-সুজানের 'সংসার'।