Indubala Bhaater Hotel: টলি ডিভা থেকে ৭৫ বছরের ইন্দুবালা, শুভশ্রীর মেকআপ নিয়ে কথা বললেন আর্টিস্ট সোমনাথ
- Published by:Teesta Barman
Last Updated:
Indubala Bhaater Hotel: ভিডিওতে শ্যুটিংয়ের নানা দৃশ্যের মন্তাজ রয়েছে। সঙ্গে রয়েছে সোমনাথের সূক্ষ্ম হাতের টান। কীভাবে শুভশ্রী হয়ে উঠছেন ইন্দুবালা৷ তিলে তিলে, তারই ঝলক।
advertisement
1/8

'ইন্দুবালা ভাতের হোটেল'। অভিনয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম ডিভা। কিন্তু হইচই-এর এই ওয়েব সিরিজে সেই ডিভা নিজেকে ভেঙেচুরে ফেলেছেন চরিত্রের জন্য। টানটান ত্বক এখন কুঁচকে গিয়েছে। বলিরেখায় ভর্তি মুখমণ্ডল থেকে সারা শরীর। মোটা ফ্রেমের চশমা তাঁর চোখে। রাজ ঘরনিকে চেনা দায় পর্দায়।
advertisement
2/8
শুভশ্রীর প্রথম 'লুক' ফাঁস হতেই হইহই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। এমনও পরিবর্তন সম্ভব? ইনি কি আদৌ সেই শুভশ্রী যার রূপের ঝলকানিতে কুপোকাত বাংলা ইন্ডাস্ট্রি? দেবালয় ভট্টাচার্য সেটিই সম্ভব করে দেখালেন। তবে শুভশ্রীর ইন্দুবালা হয়ে ওঠার নেপথ্য কাহিনি জানেন?
advertisement
3/8
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে হইচই। যেখানে তাঁর এই যাত্রার নেপথ্য যোদ্ধাকে কুর্নিশ জানানো হয়েছে। তিনি হলেন সোমনাথ কুন্ডু। টলিউডের অন্যতম দক্ষ মেকআপ আর্টিস্ট। রূপটানে যে তাঁর এত দক্ষতা, এত প্রতিভা, তারই একটি দিক প্রকাশ পেল।
advertisement
4/8
ভিডিওতে শ্যুটিংয়ের নানা দৃশ্যের মন্তাজ রয়েছে। সঙ্গে রয়েছে সোমনাথের সূক্ষ্ম হাতের টান। কীভাবে শুভশ্রী হয়ে উঠছেন ইন্দুবালা৷ তিলে তিলে, তারই ঝলক। ইন্দুবালার বৃদ্ধাবস্থার লুক ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রীকে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে।
advertisement
5/8
শুভশ্রী আলাপ করালেন সোমনাথের সঙ্গে। তাঁর কথায়, "আমাদের গোটা ইন্ডাস্ট্রিতে কেবল একজনই আছেন যিনি এই মেকআপটি করতে সক্ষম। সোমনাথ কুন্ডু। আমাকে ৭৫ বছরের বৃদ্ধায় পরিণত করেছেন তিনিই।"
advertisement
6/8
সোমনাথের কথায়, "খুব লোভনীয় একটি প্রজেক্টে কাজ করছি। দেবালয় আমার উপরে ভরসা রেখেছে।" শুভশ্রীর কথায় জানা যায়, মেকআপ এতই ভাল হয়েছে যে পর্দায় অভিনয়ের সময়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না তাঁকে।
advertisement
7/8
শুভশ্রী আগেই জানিয়েছিলেন, এই মেকআপে করতে তাঁর প্রতিদিন সময় লাগত ৩ ঘণ্টা করে। এখানেই শেষ নয়। মেকআপটি তুলতে সময় লাগত দেড় ঘণ্টার বেশি। টানা ১০ দিন ধরে এই মেকআপ নিয়ে শ্যুট করতে হয়েছে তাঁকে। সঙ্গে একজন বৃদ্ধার শরীরিভঙ্গী ফুটিয়ে তোলার জন্য কুঁজো হয়ে থাকতে হয়েছে।
advertisement
8/8
প্রখ্যাত লেখক কল্লোল লাহিড়ির লেখা বিখ্যাত উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজ আকারে মার্চেই মুক্তি পেতে চলেছে। আন্তর্জাতিক নারী দিবসে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে হইচইতে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ট্রেলার।