TRENDING:

Arijit Singh Remuneration: অরিজিৎ সিং কত টাকা নেন 'বিয়ে'-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে

Last Updated:
Arijit Singh Remuneration: বলি থেকে টলি বর্তমানে প্লেব্যাক গায়কদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং৷ বিয়ে হোক বা রিসেপশন কিংবা অন্য যে কোনও অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও এখন হাজির হন বিভিন্ন গায়করা৷ সেই তালিকায় রয়েছেন অরিজিৎ সিং৷
advertisement
1/6
অরিজিৎ সিং কত টাকা নেন 'বিয়ে'-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর মাধ্যমে পথচলা শুরু বাংলার সোনার ছেলে অরিজিৎ সিং-এর। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখনও ভাবাই যায় না। এবার নিজের বিশেষ দিনেই কি তাঁর গানের মধ্য দিয়েই নতুন ইনিংস শুরু করতে চান৷
advertisement
2/6
বলি থেকে টলি বর্তমানে প্লেব্যাক গায়কদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং৷ বিয়ে হোক বা রিসেপশন কিংবা অন্য যে কোনও অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও এখন হাজির হন বিভিন্ন গায়করা৷ সেই তালিকায় রয়েছেন অরিজিৎ সিং৷ তবে এর জন্য কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিকও নেন তাঁরা৷
advertisement
3/6
প্রথমসারির সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিয়ে, রিসেপশন কিংবা অন্য কোনও ইভেন্টে গান গাওয়ার জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং৷
advertisement
4/6
বলিউডের অন্যান্য গায়কের তুলনায় পারিশ্রমিকও অনেকটা বেশি অরিজিৎ সিংয়ের৷ যদিও এমনটা হবে নাই বা কেন, 'কিং অফ প্লেব্যাক সিংগিং' বলা হয় অরিজিৎ সিংকে৷
advertisement
5/6
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করছিলেন অরিজিৎ সিং৷ প্রতিটা শো-এর টিকিটের দামও ছিল আকাশছোঁয়া৷ তাঁর শো দেখতে উপচে পড়া ভিড় দেখার মতো ছিল৷ দেশ থেকে বিদেশেও সকলের নয়নের মণি হয়ে উঠেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে৷
advertisement
6/6
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'আশিকি টু'-র জনপ্রিয় গান 'তুম হি হো'-গেয়ে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন অরিজিৎ সিং। ২০১৪ সালে সমস্ত অ্যাওয়ার্ড ফাংশনেই সেরা গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ সিং।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh Remuneration: অরিজিৎ সিং কত টাকা নেন 'বিয়ে'-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল