Hot Monalisa: ৩৯-এও আগুন ঝরাচ্ছেন মোনালিসা! লাল পোশাকে সুপার হট, তীব্র অশ্লীল মন্তব্য পেটিকোট পরে 'শাড়ি পরতে ভুলে গিয়েছেন?'
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Hot Monalisa|Sexy Monalisa|Viral Monalisa|Bollywood|Gossip: সেক্সি মোনালিসার ছবি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় যা এক মুহূর্তেই ঝড় তুলেছে
advertisement
1/8

মোনালিসার লাল পোশাকের বি সোশ্যাল মিডিয়ায় জোরদার গতিতে ভাইরাল হয়েছে ৷ গাউনের সঙ্গে অফ শোল্ডার ব্লাউজে এক মোহময়ী আবহ তৈরি করেছেন মোনালিসা ৷ পাগল করা লুকের পিছনে সব থেকে বেশি ভূমিকা লাল লিপস্টিকও খোলা চুলের ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
মোনালিসার লাল পোশাকের বি সোশ্যাল মিডিয়ায় জোরদার গতিতে ভাইরাল হয়েছে ৷ গাউনের সঙ্গে অফ শোল্ডার ব্লাউজে এক মোহময়ী আবহ তৈরি করেছেন মোনালিসা ৷ পাগল করা লুকের পিছনে সব থেকে বেশি ভূমিকা লাল লিপস্টিকও খোলা চুলের ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
মোনালিসার লাল পোশাকের ছবিতে এক ভক্ত লিখেছেন রেড চিলিজ, অন্য একজন লিখেছেন রেডওয়াইন ৷ তৃতীয় কোনও একজন লিখেছেন শাড়ি পরতে ভুলে গিয়েছেন? কেউ লিখেছেন লাল টম্যাটো ৷ কেউ আবার রূপে ফিদা হয়ে প্রেম নিবেদন করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
আসলে শাড়ি পরতে ভুলে গিয়েছেন এই মন্তব্য করেছেন কারণ তাঁর গাউনটি দড়ি দিয়ে বাঁধা আছে দূর থেকে মনে হচ্ছে যে পেটিকোট পরেই ছবি তুলেছেন মোনালিসা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
এই খবরটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ১৮ হাজারেরও বেশি লাইক পেয়েছিলেন ৷ জমিয়ে মন্তব্যও করেছেন ৷ মোনালিসার স্বামী বিক্রান্ত সিং রাজপুতও হটওয়ালা ইমোজি দিয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
লাল পোশাকে মোনালিসার ছবি দেখে তাঁর স্বামী থেকে শুরু করে ভক্তরা প্রেমে পড়েছেন ৷ আজমগড়ের বাড়িতে আছেন মোনালিসা ২৬ জানুয়ারির শুভ মুহূর্তে সেই বাড়ি থেকেই ছবি শেয়ার করেছেন মোনালিসা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
এই মুহূর্তে মোনালিসার কাজের বিষয়ে বলা যায় সেক্ষেত্রে বলতে হবে ধাপ্পা, ' (Dhappa) ও রাত্রি কে যাত্রী ২ (Ratri ke Yatri 2) ওয়েব সিরিজে মোনালিসাকে দেখতে পাওয়া যাবে (Monalisa Web series) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
সেখানেই তাঁর রূপের সুরা ছড়িয়েছেন মোনালিসা ৷ সব মিলিয়ে মোনালিসার নতুন ছবি রূপের আগুন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷