Hema Malini's Birthday: কেন তিনি বলিউডের 'ড্রিমগার্ল', বুঝিয়ে দেবে এই ছবিগুলোই...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এমন রূপসী নায়িকা বলিউডে কমই রয়েছেন৷
advertisement
1/5

•৭২এ পা দিলেন হেমা৷ তবে তাঁকে দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স৷ তিনি এখনও আগের মতোই স্নিগ্ধ, সৌম্য এবং একই সঙ্গে লাস্যময়ী! এমন রূপসী বলিউডে কমই রয়েছেন৷
advertisement
2/5
•হেমা চিরকালই হাসিখুশি এবং সাংসারিকও৷ দুই মেয়েকে নিজেই বড় করেছেন৷ স্বামী ধর্মেন্দ্র ছিলেন ঠিকই কিন্তু নিজের কাঁধেই সংসারের বেশি দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী৷ নাতি-নাতনি নিয়ে এখন হেমার ভরা সংসার৷
advertisement
3/5
•অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য শিল্পী৷ ধ্রুপদী নৃত্য বিশেষজ্ঞ হেমা মালিনী। ভারতনাট্যম থেকে তিনি কুচিপুডি ও ওডিসির মতো সমস্ত প্রকারের নাচে তিনি পারদর্শী। এখনও সমান তালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ আলো করেন তাঁর নাচের ছন্দে৷
advertisement
4/5
•অতিরঞ্জিত সাজ পছন্দ করেন না হেমা৷ তাই হাল্কা সাজে তিনি ধরা দেন, ছবিতে হোক বা ব্যক্তিগত জীবনে৷
advertisement
5/5
•একই সঙ্গে তিনি ছবিতে কাজ করাও থামাননি৷ কয়েক বছর আগেই তাঁকে দেখা গিয়েছিল বিগ বির সঙ্গে জুটি বেঁধে বাগবান ছবিতে৷ ছবিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন দু’জনে৷ ছবিও হয়েছিল সুপারহিট!