TRENDING:

IN PICS: জেনিফার লোপেজের পোশাকের জন্যই তৈরি হয়েছিল গুগল ইমেজ সার্চ !

Last Updated:
advertisement
1/17
IN PICS: জেনিফার লোপেজের পোশাকের জন্যই তৈরি হয়েছিল গুগল ইমেজ সার্চ !
হলিউডের ড্রিম গার্ল তিনি । ব্যক্তিত্ব, সৌন্দর্য্যে অতুলনীয় তিনি ৷ আজ ৪৯তম জন্মদিনের কেক কাটলেন জেনিফার লোপেজ (Image: Instagram)
advertisement
2/17
জেনিফার লিন লোপেজ একাধারে আমেরিকান অভিনেত্রী, সংগীত শিল্পী, বিনোদন তারকা, ফ্যাশন ডিজাইনার, নৃত্য শিল্পী, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রযোজক। (Image: Instagram)
advertisement
3/17
১৯৬৯ সালের এই দিনে আমেরিকার নিউইয়র্কে জন্ম তার। তিন বোনের মধ্যে দ্বিতীয় জেলো। (Image: Instagram)
advertisement
4/17
গুগল সার্চ ইঞ্জিনে এখন আমরা যে কোনও ছবি সম্পর্কে দু-চার কথা লিখলেই পেয়ে যাই অসংখ্য ছবি। জে লো-র একটি ছবির জন্যই তৈরি হয়েছিল গুগল ইমেজ সার্চ। (Image: Instagram)
advertisement
5/17
২০০০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের সময় জে লো পরেছিলেন সেই পোশাকটি।জেনিফার লোপেজের ওই ছবিটিই সবচেয়ে সার্চ করা হয়েছিল ৷ জে লো-র সেই ছবিটি দেখার পরেই গুগল কর্তৃপক্ষ অন্য রকম চিন্তাভাবনা শুরু করে দেয় ৷ তৈরি হল গুগল ইমেজ সার্চ (Image: Instagram)
advertisement
6/17
ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি ঝোঁক ছিল লোপেজের। (Image: Instagram)
advertisement
7/17
১৯৮৬ সালে মাই লিটল গার্ল নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন, যদিও তার অভিভাবকের মতে চরিত্রটি হিসপানিক হিসেবে অবাস্তব ছিল। (Image: Instagram)
advertisement
8/17
১৯৯১ সালে ইন লিভিং কালার নামক অনুষ্ঠানে নাচের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিয়মিত হন। (Image: Instagram)
advertisement
9/17
১৯৯৭ সালে সেলেনা নামক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মূল ভূমিকায় আসেন। (Image: Instagram)
advertisement
10/17
তার পরের বছর আউট অব সাইট চলচ্চিত্রে অভিনয় করে লোপেজ লাতিন আমেরিকার প্রথম অভিনেত্রী হিসেবে দশ লক্ষ ডলার পারিশ্রমিক পান। (Image: Instagram)
advertisement
11/17
১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম অন দ্য সিক্স বের হবার পর তিনি অভিনয় জীবন থেকে সংগীত জগতে সার্থকভাবে পদার্পণ করেন। (Image: Instagram)
advertisement
12/17
২০১৪ সালে তার মিউজিক স্টুডিও অ্যালবাম অল নোন অ্যাস-এ. কে.এ রিলিজ পায়। (Image: Instagram)
advertisement
13/17
২০১৫ -এ মুক্তি পায় জে লো অভিনীত চলচ্চিত্র দ্য বয় নেক্সট ডোর। (Image: Instagram)
advertisement
14/17
তাঁর বয়স যেন দিন দিন কমছে। তার একটা বড় কারণ অবশ্য জেনিফার লোপেজের ঈর্ষণীয় ফিগার। (Image: Instagram)
advertisement
15/17
ওয়ার্কআউটই তাঁর সবচেয়ে বড় প্রায়োরিটি। তাছাড়া কঠিন ডায়েটের মধ্যে থাকেন জে লো। (Image: Instagram)
advertisement
16/17
নিজের তৈরি হেল্থ ফুড আর সাপ্লিমেন্টসের উপর ভরসা করেন। ত্বকের জন্য নাকি আর পাঁচজনের মতোই সামান্য ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করেন। (Image: Instagram)
advertisement
17/17
সৌন্দর্য যে কেবলমাত্র দেখনদারিতে হয়, তা নয়। জে লো-র ত্বকের ঔজ্জ্বল্যতা, তাঁর আকর্ষণকে বাড়িয়ে দিয়েছে শত গুণ। (Image: Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
IN PICS: জেনিফার লোপেজের পোশাকের জন্যই তৈরি হয়েছিল গুগল ইমেজ সার্চ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল