অপূর্ব, বিদ্যা, বাঁধন, মোশারফ, নিশোকে নিয়ে ৮টি নতুন গল্প! হইচই বাংলাদেশে নয়া চমক
- Published by:Teesta Barman
Last Updated:
Hoichoi Bangladesh: ওপার বাংলার তাবড় তাবড় শিল্পীদের নিয়ে ৮টি অরিজিনালের পসরা সাজানো হল নতুন বছরে। জিয়াউল ফারুক অপূর্ব, বিদ্যা সিনহা সাহা মিম, আফরান নিশো, আজমেরি হক বাঁধন, মোশারফ করিমের মতো নাম রয়েছে এবারের তালিকায়।
advertisement
1/9

‘হইচই মিট ২০২৩’। বাংলাদেশের ৮টি অরিজিনাল নিয়ে এল হইচই। ওপার বাংলার তাবড় তাবড় শিল্পীদের নিয়ে ৮টি অরিজিনালের পসরা সাজানো হল নতুন বছরে। জিয়াউল ফারুক অপূর্ব, বিদ্যা সিনহা সাহা মিম, আফরান নিশো, আজমেরি হক বাঁধন, মোশারফ করিমের মতো নাম রয়েছে এবারের তালিকায়।
advertisement
2/9
বুকের মধ্যে আগুন- পরিচালনায় রয়েছেন তনিম রহমান অংশু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবার ওটিটি-তে পা রাখবেন তিনি। প্রযোজনায় সাহরিয়ায় শাকিল এবং মুশফিকর রহমান। ৯০ দশকের এক সুপারস্টারের মৃত্যু, তারপরের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। আত্মহত্যা নাকি হত্যা, এই রহস্যভেদ করতে আসবে এক অফিসার, যে নিজেও সেই তারকার ভক্ত ছিল।
advertisement
3/9
আ কমন ম্যান- আশফাক নিপূণের পরিচালনায় এই সিরিজে অভিনয় করবেন আফরান নিশো। এক ব্যক্তির জীবনবোধ, পরিপূর্ণ মূল্যবোধ, অনৈতিক কার্যকলাপ বা দুর্নীতি মেনে নিতে পারে না। সেই ব্যক্তির হাতে যখন কোটি কোটি টাকা চলে আসে, কীভাবে নিজের মূল্যবোধকে অক্ষুণ্ন রাখে সে?
advertisement
4/9
মিশন হান্টডাউন- সানি সানওয়ার এবং ফয়জল আহমেদের যৌথ পরিচালনায়, পারভেজ আমিনের প্রযোজনায় অভিনয় করবেন বিদ্যা এবং এফএস নায়িম। নিখোঁজ হয়ে যাওয়া দম্পতি, অপরাধের জাল, এক দল সন্ত্রাসবাদী, এদের নিয়েই তৈরি হচ্ছে সিরিজ।
advertisement
5/9
রঙ্গিলা কিতাব- অনম বিশ্বাসের পরিচালনায় কিঙ্কর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে এই সিরিজ। প্রেম তো সবকিছুকে জয় করে নেয়। কিন্তু অপরাধে ভরা এক অতীতকে কি ভুলিয়ে দিতে পারে প্রেম?
advertisement
6/9
কাইজার লেভেল ২- আফরান নিশোকে দেখা যাবে এই সিরিজে নায়ক হিসেবে। তনিম নূরের পরিচালনায়, মীর মুকারাম হোসেনের প্রযোজনায় আসতে চলেছে ‘কাইজার’-এর দ্বিতীয় সিজন। আবারও গোয়েন্দা চরিত্রে নিশোকে দেখার জন্য অপেক্ষা করছেন দর্শক।
advertisement
7/9
মহানগর ২- ‘আ কমন ম্যান’ ছাড়াও মহানগরের দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছেন আশফাক নিপূণ। প্রযোজনায় রয়েছেন মহমম্দ হাবিবুর, রহমান তারেক, আদনান আলি রাজীব। ওসি হারুণ ওরফে মোশারফ করিমকে নতুন ভাবে দেখা যাবে এই সিজনে।
advertisement
8/9
অদৃশ্য- শাফায়েত মনসুর রানা পরিচালিত, শাহরিয়ায় শাকিলের প্রযোজনায় নতুন গল্প হইচই বাংলাদেশে। এক ব্যবসায়ী নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। পৃথিবীর সবকিছুই তার হাতের মুঠোয়। কিন্তু হঠাৎ অপহরণ হয়ে যায় সেই ব্যক্তি। পায়ের তলা থেকে মাটি সরে যায়।
advertisement
9/9
ডেলটা ২০৫১- কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত তানিম নূর, সৈয়দ আহমেদ শওকি, মীর মুকারাম হোসেন প্রযোজিত সিরিজে অভিনেয় দেখা যাবে বাঁধন, ইন্তেখাব দিনার ও রৌণক হাসানকে। মশিউল আলমের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ। বাংলাদেশকে দু’টি ভিন্ন সময়ে দেখানো হয়েছে। অতীত এবং ভবিষ্যতের টানাপড়েনে আবর্তিত হবে সিরিজের গল্প।