TRENDING:

‘ভাল কিছু আসতে চলেছে জীবনে’; কেমোথেরাপির দাগ দেখিয়ে আচমকা কেন এমন ইঙ্গিত দিলেন হিনা খান?

Last Updated:
Hina Khan Life: সম্প্রতি একটি নতুন ছবিতে নিজের ঘাড়ে কেমোথেরাপির দাগ ভাগ করে নিলেন হিনা। ছবিতে হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে ভারি মিষ্টি দেখাচ্ছে।
advertisement
1/5
‘ভাল কিছু আসতে চলেছে জীবনে’; কেমোথেরাপির দাগ দেখিয়ে আচমকা কী বললেন অভিনেত্রী?
কঠিন সময় পার করছেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কিন্তু এই প্রতিকূল মুহূর্তেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন ভাবে ভক্তদেরও মনের জোর বাড়াচ্ছেন ‘ইয়ে রিশতা ক্যয়া কহেলতা হ্যায়’-এর ‘অক্ষরা’। সম্প্রতি একটি নতুন ছবিতে নিজের ঘাড়ে কেমোথেরাপির দাগ ভাগ করে নিলেন হিনা। ছবিতে হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে ভারি মিষ্টি দেখাচ্ছে। তাঁর চোখেমুখে আতঙ্কের লেশমাত্র নেই। একটি ছবি দিয়ে হিনা যেন বার্তা দিলেন যে, তাঁর জীবনে ভাল কিছু আসতে চলেছে।
advertisement
2/5
ওই ছবিতে দেখা যাচ্ছে একটা গ্র্যাফিক টি-শার্ট পরে রয়েছেন হিনা। আর তাতে লেখা রয়েছে, ‘গুড থিংস আর কামিং’। অর্থাৎ ভাল কিছু আসছে। সেলফিতে আবার মিষ্টি হেসে নিজের কেমোথেরাপির চিহ্নও দেখিয়েছেন অভিনেত্রী। Photo: Instagram
advertisement
3/5
সাম্প্রতিক কালে হিনা খান জানিয়েছিলেন যে, তিনি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। আবার সম্প্রতি কোকিলাবেন হাসপাতালের হাউজকিপিং ডিপার্টমেন্টের তরফে হিনার জন্য একটি আবেগঘন নোটও শেয়ার করা হয়েছে। সেখানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাতে লেখা সেই নোটের ছবিও ভাগ করে নিয়েছেন খোদ অভিনেত্রী। ব্যাখ্যা করে বলেন যে, এই ধরনের বিষয়গুলি কীভাবে এই সময় তাঁর মনোবল বাড়াচ্ছে এবং তাঁকে উৎসাহ দিচ্ছে!
advertisement
4/5
কোকিলাবেন হাসপাতালের তরফে ভাগ করে নেওয়া ওই নোটে লেখা হয়েছে, “আমি জানি এই সার্জারি আপনার জন্য কঠিন হতে চলেছে। কিন্তু আমি আনন্দিত যে, আপনি সম্পূর্ণ আরোগ্য লাভের পথে চলেছেন। আপনি যাতে সম্পূর্ণ রূপে দ্রুত আরোগ্য লাভ করেন, আমরা সেই কামনাই করছি। আশা করি, খুব শীঘ্রই ভাল হয়ে যাবেন আপনি।”
advertisement
5/5
এর আগে ক্যানসারের চিকিৎসার যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন হিনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “অবিরত যন্ত্রণার মধ্যে রয়েছি। হ্যাঁ সব সময়… প্রত্যেকটা মুহূর্তে। মানুষটা হাসছেন? কিন্তু তা-ও যন্ত্রণার মধ্যেই। মানুষটা প্রকাশ করছেন না? কিন্তু তিনি যন্ত্রণার মধ্যেই রয়েছেন। মানুষটা বলছেন, আমি ঠিক আছি.. কিন্তু তবুও তিনি যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছেন।” তবে এই রোগযন্ত্রণার মুহূর্তেও নিজের কাজ থামাননি হিনা। বরং চিকিৎসার পাশাপাশি চুটিয়ে শ্যুটিংও করে চলেছেন অভিনেত্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘ভাল কিছু আসতে চলেছে জীবনে’; কেমোথেরাপির দাগ দেখিয়ে আচমকা কেন এমন ইঙ্গিত দিলেন হিনা খান?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল