Hina Khan Hospitalized: হাসপাতালে ভর্তি হিনা খান! আচমকা কী হল অভিনেত্রীর? হাতে স্যালাইনের ব্যান্ডেজ দেখে উদ্বিগ্ন ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hina Khan Hospitalized: হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিনা খান৷ হঠাৎ কী হল টেলিভিশন অভিনেত্রীর৷ শুক্রবার হাসপাতাল থেকে ছবি শেয়ার করে নিজেই এই খবর দিয়েছেন অভিনেত্রী৷ তারপর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷
advertisement
1/6

হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিনা খান৷ হঠাৎ কী হল টেলিভিশন অভিনেত্রীর৷ শুক্রবার হাসপাতাল থেকে ছবি শেয়ার করে নিজেই এই খবর দিয়েছেন অভিনেত্রী৷ তারপর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এখন কেমন আছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা৷
advertisement
2/6
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন হিনা খান৷ যেখানে অভিনেত্রী একটি মিরর সেলফি শেয়ার করেছেন৷
advertisement
3/6
হিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাতে স্যালাইনের ব্যান্ডেজ, উঁচু করে বাঁধা পনিটেল, ঠোঁট পাউট করে সেলফি তুলেছেন নায়িকা৷ ক্যাপশনে লেখা- খুশি ও ভালবাসা ছড়িয়ে দিন৷ আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছেন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই৷ আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিন৷
advertisement
4/6
এখন কেমন আছেন হিনা খান, বা কী কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে,তার কারণ এখনও অজানা৷ তবে ছবি এবং ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, অনেকটাই সুস্থ আছেন তিনি৷ মুখে-চোখেও অসুস্থতার কোনও ছাপ নেই৷
advertisement
5/6
কাশ্মীরের মেয়ে হিনা কর্মসূত্রে মুম্বইতে থাকেন৷ দিনকয়েক আগে অভিনেত্রী অভিযোগ করেন যে, মায়ানগরী মুম্বইতে দূষণের পরিমাণ এতটাই বেশি যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ তারপরই তাকে হাসপাতালে ভর্তি করতে হল৷
advertisement
6/6
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় কাজ করছেন হিনা খান৷ ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তিনি অন্যতম৷ সম্প্রতি হিনা খানের ছবি 'কান্ট্রি অফ ব্লাইন্ড' জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে। এটাও বিরাট সম্মানের।