Hina Khan: ক্যানসারের সঙ্গে লড়াই! সাধের চুল বিসর্জন গেল! নায়িকা যা বললেন... চোখে জল সকলের
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Hina Khan: হিনা জানিয়েছেন যে, তিনি নিজেই নিজের সমস্ত চুল কেটে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ অনবরত চুল ঝরে যাওয়ার বিষয়টা তাঁর কাছে অত্যন্ত বিষাদজনক এবং চাপের হয়ে উঠছে।
advertisement
1/6

আপাতত ক্যানসারের চিকিৎসা চলছে জনপ্রিয় টেলি অভিনেত্রী হিনা খানের। আর চিকিৎসার জেরে মাথার চুল ঝরতে শুরু করেছে তাঁর। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন হিনা।
advertisement
2/6
হিনা জানিয়েছেন যে, তিনি নিজেই নিজের সমস্ত চুল কেটে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ অনবরত চুল ঝরে যাওয়ার বিষয়টা তাঁর কাছে অত্যন্ত বিষাদজনক এবং চাপের হয়ে উঠছে। এখানেই শেষ নয়, সমস্ত ক্যানসার রোগীদের জন্য তিনি অনুপ্রেরণাদায়ক বার্তাও দিয়েছিলেন এবং তাঁদের সকলকে মানসিক ভাবে দৃঢ় থাকারও আর্জি জানিয়েছেন।
advertisement
3/6
হিনার কথায়, “আমি সত্যি সত্যিই এটার উপর কাজ করতে চাই। ইতিবাচকতা আর আনন্দে থাকতে চাই। আর আমার এই সফরটা এমন হওয়া উচিত, যাতে আমার মধ্যে কোনও রকম মানসিক চাপ যেন না থাকে।”
advertisement
4/6
অভিনেত্রী বলে চলেন, “এটা খুবই বিষাদ এবং চাপের বিষয়। আমি এর মধ্যে দিয়ে যেতে চাই না। এর আগেই আমার হাতে যেটুকু আছে, সেটাকেই প্রথমে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে চাই।”
advertisement
5/6
অভিনেত্রী আরও বলেন যে, “আমি জানি বিষয়টা কতটা কঠিন। এটা খুবই যন্ত্রণাদায়ক এবং চাপের বিষয়। আমি নিজেকে এসবের মধ্যে ফেলতে পারব না। তাই চুল পুরোপুরি ঝরে পড়ার আগেই সম্পূর্ণ রূপে তা কেটে ফেলাই উচিত। আর আমি সেটাই করতে চলেছি। মনে রাখতে হবে যে, আপনি আপনিই আছেন। কোনও কিছুরই পরিবর্তন হচ্ছে না। আসলে আপনি আরও সুন্দর। তাই নতুন করে পাওয়া নিজেকে আলিঙ্গন করতে হবে। সেই সঙ্গে প্রত্যেক সম্ভাব্য উপায়ে নতুন সত্যকে, প্রতিটি শ্বাসের সঙ্গে নতুন সফরকে জড়িয়ে নিয়েই চলতে হবে।”
advertisement
6/6
প্রতিকূল পরিস্থিতিতেও অভিনেত্রীর মুখের হাসি অটুট। সকলকে মানসিক ভাবে শক্তিশালী থাকার আর্জি জানিয়ে তিনি বলেন, “আল্লাহ আমাদের সকলকে প্রচুর শক্তি দিন।” প্রসঙ্গত গত ২৮ জুন স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন ‘ইয়ে রিশতা ক্যয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী। এই হৃদয়বিদারক খবর ভাগ করে নিয়ে একটি আবেগঘন নোটও লিখেছিলেন হিনা। ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন যে, তিনি ভালই আছেন।