টুপি-হাইহিল-সোয়েটার, কখনও বা আইসক্রিমে মজে, লন্ডনে ছুটির আমেজে হিনা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
‘ইয়ে রিস্তা...’ ছাড়ার পর ২০১৭-য় অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর’ এবং ‘খতরোঁ কি খিলাড়ি’-তে অংশ নেন হিনা। দু’বারই রানার আপ হন তিনি
advertisement
1/9

গোলাপি সোয়েটার, উলের টুপি আর নি-হাই বুটস-এ হিনা খান
advertisement
2/9
১৯৮৭ সালে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম হিনার। হিনার ভাই ইমরান একটি ট্রাভেল এজেন্সি চালান
advertisement
3/9
গুরুগ্রামের সিসিএ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাশ করেন বরাবরের ভাল ছাত্রী হিনা
advertisement
4/9
অভিনয়ের কোনও প্রশিক্ষণ নেননি হিনা। আলাদা করে নিজের পোর্টফোলিয়ো-ও তৈরি করেননি। নিজেই সে কথা জানিয়েছেন হিনা। ২০০৯-এ বন্ধুদের জোরাজুরিতে একদিন একটি অডিশনে পৌঁছে যান তিনি। সেখানে ছবি চাওয়া হলে ব্যাগ থেকে পাসপোর্ট সাইজের একটি ছবি বার করে দেন
advertisement
5/9
অডিশনে উতরে যান হিনা, সুযোগ পেয়ে যান ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালের মুখ্য চরিত্রে!
advertisement
6/9
২০১৬ সালে আচমকাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি
advertisement
7/9
‘ইয়ে রিস্তা...’ ছাড়ার পর ২০১৭-য় অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর’ এবং ‘খতরোঁ কি খিলাড়ি’-তে অংশ নেন হিনা। দু’বারই রানার আপ হন তিনি
advertisement
8/9
ছোট থেকেই সলমনের ভক্ত হিনা
advertisement
9/9
‘বিগ বস’ জিততে না পারলেও, তার পরই স্টারডমের পথে যাত্রা শুরু হিনা খানের। বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি।