Highest Paid Villains: হিরোদের দশ গোল, ‘খারাপ’ হয়েও তুমুল লক্ষ্ণীলাভ এই ভিলেনদের! পারিশ্রমিক জানলে চোখ কপালে উঠবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কোনও কোনও ক্ষেত্রে সিনেমায় খলনায়কদের কদর হয় হিরোদের চেয়েও বেশি৷ এমনকী কিছুক্ষেত্রে হিরোদের চেয়েও বেশি পারিশ্রমিক বেশি পান।
advertisement
1/8

একসময় হিরোদের মতো কদর পেতেন না সিনেমার ভিলেন বা খলনায়করা। তবে সেসময় এখন অতীত। এখন হিরোদের পাশাপাশি সমান সম্মান এবং পারিশ্রমিক পান অ্যান্টিহিরোরা। তথাকথিত অর্থে ভিলেনের সজ্ঞাও বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। কোনও কোনও ক্ষেত্রে সিনেমায় খলনায়কদের কদর হয় হিরোদের চেয়েও বেশি এমনকী কিছুক্ষেত্রে হিরোদের চেয়েও বেশি পারিশ্রমিক বেশি পান।
advertisement
2/8
সিনেমায় ভিলেন বললেই একসময় মনে আসত প্রাণ কিংবা অমরীশ পুরীর নাম। আমাদের দেশেই বেশ কিছু অভিনেতা আছেন যাঁরা ভিলেন হিসেবে সবচেয়ে বেশি টাকা পান। ২১শতকে বদলেছে সেইসব দিন৷ এখন ভাল স্ক্রিপ্টে কাজ করতে উন্মুখ ভাল অভিনেতারা৷
advertisement
3/8
যাঁরা হিরোদের চরিত্রে অভিনয় করেন তাঁরাও সমানতালে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন৷ কয়েকদিন আগেই কমল হাসান নাগ অশ্বিনের সাই-ফাই ড্রামা ‘প্রজেক্ট কে’-তে অভিনয় করবেন কমল হাসান৷ এই প্রথম নেগেটিভ চরিত্রে দেখা এই সুপারস্টারকে৷ এই ছবির জন্য কমল হাসান নিচ্ছেন ২৫ কোটি টাকা৷ এই মুহূর্তে তাই কমল হাসানই হলেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ভিলেন৷
advertisement
4/8
তবে শুধু কমল হাসানই নন৷ দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন৷ শাহরুখের ‘জওয়ান’-এ তাঁকেই তুখোড় এই অভিনেতাকেই ভিলেনের চরিত্র দেখা যাবে৷ এই ছবির জন্য বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা৷ এর আগেও ‘বিক্রম’ ছবির জন্য বিজয় ১৫ কোটি টাকা নিয়েছিলেন৷
advertisement
5/8
হাই প্রোফাইল ভিলেনদের তালিকায় ঢুকে পড়েছেন সইফ আলি খানও৷ ‘আদিপুরুষ’ ছবির জন্য ১০ কোটি টাকা নিয়েছিলেন সইফ৷
advertisement
6/8
‘টাইগার ৩’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে ইমরান হাসমিকে৷ এই ছবির জন্য ইমরান নিচ্ছেন ১০ কোটি টাকা৷
advertisement
7/8
‘পুষ্পা ২’ ছবির জন্য ফাহাদ ফসিল ৬ কোটি টাকা নিয়েছেন৷
advertisement
8/8
ভিলেন হিসেবে অন্যতম পরিচিত নাম প্রকাশ রাজ প্রতিটি ছবির জন্য ১-১.৫ কোটি নেন৷