TRENDING:

Highest Paid Indian Actress: একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা, কে বলুন তো? আলিয়া বা দীপিকা নন কিন্তু

Last Updated:
শুধু বলিউড নয়, এই নয়িকা সাফল্যের সঙ্গে একধিক কাজ করেছেন হলিউডেও। ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা
advertisement
1/9
একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা
একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। কে বলুন তো? আলিয়া বা দীপিকা নন কিন্তু!
advertisement
2/9
এই হিরোইন-ই প্রথম নায়িকাদের ক্ষেত্রে ১ কোটি পারিশ্রমিকের বেড়াজাল ভেঙেছিলেন। তাঁর হাত ধরেই বলিটাউনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু। শুধু বলিউড নয়, এই নয়িকা সাফল্যের সঙ্গে একধিক কাজ করেছেন হলিউডেও। ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা
advertisement
3/9
এই মুহূর্তে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন দীপিকা,আলিয়া। কিন্তু তাঁরা কেউ-ই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা নন। এই রেকর্ডের মালিকানা প্রিয়াঙ্কা চোপড়ার।
advertisement
4/9
ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা ফিল্ম প্রতি নিয়ে থাকেন ৪০ কোটি, তবে এই অঙ্ক হলিউডের জন্য। হলিউডের ৪০ কোটি অর্থাৎ ৫ মিলিয়ন ডলার। 'অ্যামাজন প্রাইম'-এর ভিডিও শো সিটাডেল-এর জন্য এই বিপুল টাকাই নিয়েছিলেন পিগি চপস।
advertisement
5/9
তবে, ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী,বলিউডে ছবি প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন ১৪-২০ কোটি।
advertisement
6/9
২০১০ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার রমরমা ছিল। একে একে 'বরফি', 'ম্যারি কম', ' বাজিরাও মস্তানি', 'দিল ধড়কনে দো'-র মত ছবিতে তাক লাগিয়েছেন। এরপর-ই তিনি পাড়ি দেন হলিউড। ধীরে ধীরে কমতে থাকে বলিউডে ছবির সংখ্যা।
advertisement
7/9
প্রিয়াঙ্কার প্রথম হলিউডি ছবি 'বেওয়াচ' বিশাল হিট করে। সেটা ছিল ২০১৭ সাল। এরপর তাঁকে দেখা যায় 'আ কিড লাইক জেক', 'ইসনট ইট রোম্যান্টিক', 'উই ক্যান বি হিরোস', 'দ ম্যাটরিক্স রিসারেকশন', 'লাভ এগেইন'-এর মত ছবিতে।
advertisement
8/9
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পর-ই যে নায়িকার নাম আসবে, তিনি হলেন দীপিকা পাড়ুকোন। ফিল্ম প্রতি তিনি নিয়ে থাকেন ১৫-৩০ কোটি।
advertisement
9/9
এরপরেই রয়েছে কঙ্গনা রানাওয়াত ও ক্যাটরিনার নাম। দু'জনেই ছবি-প্রতি নিয়ে থাকেন প্রায় ২৫ কোটি। আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চনের মত নায়িকারা নিয়ে থাকেন ১০-২০ কোটির মধ্যে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Highest Paid Indian Actress: একটা সিনেমার জন্য নেন ৪০ কোটি, ইনিই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা, কে বলুন তো? আলিয়া বা দীপিকা নন কিন্তু
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল