Saif Ali Khan Attacked: রক্তের ভাসছে শরীর, পিঠে গেঁথে ছুরি! প্রায় বেহুঁশ সইফকে কীভাবে বাঁচালেন একা ইব্রাহিম! যেন সিনেমা...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Attacked: মাঝরাতে বড় ছেলে ইব্রাহিম তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু মধ্যরাত্রি হওয়ায় সেই সময় কোনও গাড়ি মেলেনি, ফলে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফ আলি খানকে।
advertisement
1/6

*সইফ আলি খান বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ে তাঁর বান্দ্রার বাসভবনে ছুরিকাহত হন। হাত, কাঁধ এবং পিঠের ছ-জায়গায় গভীর আঘাত লাগে তাঁর। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। জানা গিয়েছে, দুষ্কৃতী হামলার পরে প্রবল রক্তক্ষরণ হচ্ছিল ছোটে নবাবের। সেই সময় বড় ছেলে ইব্রাহিম তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু মধ্যরাত্রি হওয়ায় সেই সময় কোনও গাড়ি মেলেনি, ফলে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফ আলি খানকে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*ইংরাজি একটি সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী, সময় যাতে কোনওভাবে নষ্ট না হয় তাই বাবাকে নিয়ে অটোয় করে হাসপাতালে রওনা দেন ইব্রাহিম। বান্দ্রার বাড়ি থেকে প্রায় দু-কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতাল। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*প্রতিবেদন অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে এর কিছুক্ষণ পরই সেখানে উদ্বিগ্ন মুখে পায়চারি করছেন সইফের স্ত্রী করিনা কাপুর খান। অটোর কাছে দাঁড়িয়ে বাড়ির কর্মীদের সঙ্গে কথা বলার ছবি সামনে এসেছে ইতিমধ্যেই। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*৫৪ বছর বয়সী সইফকে এদিন ছ-বার ছুরি দিয়ে কোপানো হয়, যার মধ্যে দুটি গভীর আঘাত রয়েছে। একটি আঘাত মেরুদণ্ডের একেবারে কাছে। দুষ্কৃতী সঙ্গে ঝগড়ার সময় ছেলে জেহ-র ঘরে প্রবেশের চেষ্টা করেছিল। ইতিমধ্যেই অভিনেতার অস্ত্রোপচার শেষ হয়েছে এবং আপাতত তিনি বিপদমুক্ত। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের আপডেট জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সইফ আলি খান বর্তমানে তাঁর অস্ত্রোপচারের পর আইসিইউতে রয়েছেন। ডাক্তাররা তার শরীর থেকে ছুরির টুকরো বের করে ফেলেছেন। সূত্রের খবর, পুলিশ জানিয়েছে ওই আততায়ী সম্ভবত চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। পাইপের মাধ্যমে সে বাড়ির মধ্যে পৌঁছয় কড়া নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*খোলা জানালা দিয়ে চোর ঘরে ঢুকেছিল শুধুমাত্র চুরির উদ্দেশ্যে। বাড়ির পরিচারিকা তাঁকে দেখে ফেলায় বিপত্তি। পুলিশ হামলার পেছনে কোনও জঙ্গি সংগঠনের ভূমিকা অস্বীকার করেছে। সংগৃহীত ছবি।