TRENDING:

স্কুলে পড়ার টাকা ছিল না, খিদে পেলে পার্লে-জি বিস্কুট খেতেন...সেই ছেলেই এখন ৪৪ কোটির বাংলোয়, বলিউডের স্টার হিরো!

Last Updated:
Star Hero Of Bollywood: এক সময় দিন কাটাতেন পার্লে-জি বিস্কুট আর ফলের রস খেয়ে। আর এখন তিনি থাকেন ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে। চরম দারিদ্র্য থেকে বলিউড তারকা হয়ে ওঠার এই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।
advertisement
1/11
স্কুলে পড়ার টাকা ছিল না, খিদে পেলে পার্লে-জি বিস্কুট খেতেন...সেই ছেলেই এখন বলিউডের হিরো!
এক সময় দিন কাটাতেন পার্লে-জি বিস্কুট আর ফলের চা খেয়ে। আর এখন তিনি থাকেন ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে। চরম দারিদ্র্য থেকে বলিউড তারকা হয়ে ওঠার এই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।
advertisement
2/11
এক সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র ১৮ টাকা। কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ছোট ঘরে থাকতেন এবং প্রতি মাসে ৭,০০০ টাকা ভাড়া দিতে হতো। দিনের পর দিন কাটাতেন পার্লে-জি বিস্কুট আর ফলের রস খেয়ে। ঠিকমতো খাবার জুটত না। 
advertisement
3/11
ছোট শহর থেকে এসে, কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই বলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ নয়। এই নায়কের ক্ষেত্রে তা ছিল আরও চ্যালেঞ্জিং। দিল্লিতে থিয়েটার শেখার জন্য প্রতিদিন ৭০ কিমি সাইকেল চালাতেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল।
advertisement
4/11
২০১০ সালে রামগোপাল ভার্মার 'রণ' ছবিতে একজন সংবাদ পাঠকের ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু। প্রথম হিরো হিসেবে দেখা যায় দিবাকর ব্যানার্জির 'লাভ সেক্স অর ধোঁকা' ছবিতে। এরপর 'তালাশ', 'কুইন', 'স্ত্রী' এবং 'শহিদ'–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন। বুঝতেই পারছেন, কথা হচ্ছে রাজকুমার রাওয়ের। 
advertisement
5/11
রাজকুমার রাওয়ের জন্ম ও বেড়ে ওঠা গুরগাঁওয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাড়িতে ছিল আর্থিক টানাপোড়েন। এমনও দিন গিয়েছে, যখন স্কুল ফি দিতে পারেননি তিনি। তখন তাঁর শিক্ষকরাই এগিয়ে এসে টানা দু’বছর তাঁর ফি দিয়েছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি কখনও নিজের স্বপ্ন ছাড়েননি। অভিনেতা হওয়ার আশায় মুম্বই এসে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
advertisement
6/11
নিরলস পরিশ্রম ও দক্ষ অভিনয়ের মাধ্যমে রাজকুমার রাও আজ বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি প্রতি ছবির জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যাঁর এক সময় দু’বেলা খাবার জোটানো ছিল কঠিন, তিনিই আজ মুম্বইয়ে ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাংলোর মালিক।
advertisement
7/11
ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের পরপরই মাকে হারান রাজকুমার। ২০১৯ সালে চলে যান তাঁর বাবাও। সহ-অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। 'কাই পো চে' খ্যাত এই অভিনেতাকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভিকি-বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' নামক কমেডি ছবিতে। বর্তমানে তিনি 'টোস্টার', 'ভুল চুক মাফ' এবং 'মালিক'–এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন।
advertisement
8/11
স্কুলে পড়ার সময় থেকেই অভিনেতার নাচের প্রতি ঝোঁক বাড়তে থাকে। নাচের প্রশিক্ষণ নিতেন। শুধু তা-ই নয়, তিনি পরে নাচ শেখাতেও শুরু করেন। এই নাচের শিক্ষক হয়েই জীবন প্রথম উপার্জন করেন। অষ্টম শ্রেণিতে পড়াকালীন বাচ্চা মেয়েদের নাচের টিউশন দিয়ে ৩০০ টাকা আয় করেন অভিনেতা।
advertisement
9/11
এই টাকা খরচ কী ভাবে করেন রাজকুমার? অভিনেতার কথায়, তিনি ওই ৩০০ টাকা দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস, যেমন চাল, ডাল, চিনি কিনে বাড়ি ফেরেন। বাকি টাকা নিজের মায়ের হাতে দেন।
advertisement
10/11
‘রণ’ ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় দিয়ে সেই শুরু। তার পর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন ‘লভ সেক্স অওর ধোকা’ ছবিতে। তার পর ‘শাহিদ’। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রাজকুমার। তত দিন পর্যন্ত সমান্তরাল ছবির অভিনেতায় ভাবা হচ্ছিল তাঁকে। তবে ‘কাই পো চে’, ‘বরেলি কি বরফি’-র মতো ছবি তাঁকে বাণিজ্যিক নায়ক হিসেবে পরিচিতি দেয়।
advertisement
11/11
২০১০ সালে বলিউডে অভিষেক হয় রাজকুমার রাও-এর। তার পর প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে সেরা দশ অভিনেতার তালিকায় নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
স্কুলে পড়ার টাকা ছিল না, খিদে পেলে পার্লে-জি বিস্কুট খেতেন...সেই ছেলেই এখন ৪৪ কোটির বাংলোয়, বলিউডের স্টার হিরো!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল