Happy Birthday Tina Datta: ঠিকরে পড়ছে যৌবনের আভা! বঙ্গতনয়া টিনা দত্তের ছবি দেখে কুপোকাত ভক্তেরা
- Published by:Rachana Majumder
Last Updated:
Happy Birthday Tina Datta: বাংলা ছবি 'চিরদিনই তুমি আমার'-এ দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর জনপ্রিয় ধারাবাহিক উত্তরণের মুখ ছিলেন তিনি৷ সেই যাত্রা থামেনি৷
advertisement
1/7

বিগ বস ১৬-র জনপ্রিয় প্রতিযোগিদের মধ্যে অন্যতম বঙ্গতনয়া টিনা দত্ত৷ জন্মদিনে দেখে নেওয়া যাক অভিনেত্রীর মারকাটারি কিছু ছবি৷
advertisement
2/7
দুষ্টু মিষ্টি এই নায়িকা তাঁর ফ্যাশন সেন্সে মুগ্ধ করেছে বারবার৷ এমনকি বিগবসের ঘরেও তাঁকে ছুঁতে পারেননি কেউ৷
advertisement
3/7
একে তিনি বাঙালি, তার উপর চরম মোহময়ী৷ ফলে শাড়িতে তাঁর রূপ দেখে ভক্তদের চোখের পলক পড়বে না৷
advertisement
4/7
কালো ব্লেজারে টিনা যেন বস লেডি৷
advertisement
5/7
সাদা পোশাকে পরীর মতো সুন্দর দেখাচ্ছিল তাঁকে৷ সঙ্গে তাঁর লাস্যময়ী পোজ৷
advertisement
6/7
ক্যামেরার সামনে বরাবরই স্বচ্ছন্দ অভিনেত্রী৷ এক একবার এক একরকম পোজে মুগ্ধ করেছেন তিনি৷
advertisement
7/7
বাংলা ছবি চিরদিনই তুমি আমার-এ দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর জনপ্রিয় ধারাবাহিক উত্তরণের মুখ ছিলেন তিনি৷ সেই যাত্রা থামেনি৷