Happy Birthday Shahid Kapoor: করিনার সঙ্গে তুঙ্গে ছিল ঘনিষ্ঠতা, প্রেম ভেঙে খানখান, তারপরেই বিয়ে হাঁটুর বয়সী মীরা কে! শাহিদ কাপুরেরর জীবন সিনেমারই মতো
- Published by:Rachana Majumder
Last Updated:
advertisement
1/6

একসঙ্গে কাজের সূত্রে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি তাঁরা। জুটি হিসেবে বক্স অফিসেও সফল। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 'জব উই মেট'-এ তাঁদের রসায়ন আজও চর্চিত।
advertisement
2/6
ঠিকই ধরেছেন৷ শাহিদ কাপুর আর করিনা কাপুরের কথাই বলছি আমরা৷ এরপরেই শাহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে৷
advertisement
3/6
আজ শাহিদ কাপুরের জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছায় ভাসছেন বলিউড অভিনেতা। বলিউডের যে সমস্ত দম্পতিরা ভালবাসায় জড়িয়ে রয়েছেন একে ওপরের সঙ্গে, তাঁদের তালিকার প্রথম দিকেই রয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। আজ তাঁদের ছবিই নেটদুনিয়ার আলোচ্য৷
advertisement
4/6
ভালবাসা মাখা ছবিতে মীরা রাজপুত এবং শাহিদ কাপুর।
advertisement
5/6
শাহিদ কাপুরের অভিনয় করা প্রথম ওয়েব সিরিজ 'ফারজি' নিয়ে উন্মাদনা তুঙ্গে সকলের। সিরিজের গল্প হচ্ছে এক সামান্য চিত্রশিল্পী থেকে গোটা দেশের জাল নোটের কারবারিদের অন্যতম হয়ে ওঠা। সামান্য চিত্রশিল্পী যে জাল নোটের নকশা হুবহু বানিয়ে কীভাবে বোকা বানাতে পারে দেশের গোয়েন্দাদের, তা এই ওয়েব সিরিজের কাহিনিতে প্রতিটি মোড়ে মোড়ে আছে।
advertisement
6/6
শুধু অভিনেতা হিসাবেই নন, বাবা হিসাবেও তিনি সফল৷ পরিবারই তাঁর প্রথম প্রায়োরিটি৷