Happy Birthday Rekha: ভানুরেখা জেমিনি গণেশন থেকে 'এভারগ্রীন রেখা', জন্মদিনে জেনে নিন বলি ডিভার 'অজানা' কাহিনি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Happy Birthday Rekha: ৬৯-এ পা দিলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
1/10

জীবনের ৬৮টি বসন্ত পেরিয়ে ৬৯-এ পা দিলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ আজও রহস্যে ভরা তাঁর জীবন৷ অভিনেত্রীকে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের৷
advertisement
2/10
ভানুরেখা জেমিনি গণেশন। তবে গোটা দেশের প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি শুধুই এভারগ্রীন রেখা। এই বয়সেও তাঁর সৌন্দর্য, গ্ল্যামার এখনও একটুও কমেনি৷ আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা।
advertisement
3/10
তিনি বরাবরই সাহসী, গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দেই অনেক বেশি সাবলীল। তার ব্যক্তিগত জীবন নিয়ে আজও চর্চারও শেষ নেই৷ কখনও নায়ক তো কখনও ব্যবসায়ী একের পর এক সম্পর্কে নাম জড়িয়েছে রেখার । সেই দিক থেকে দেখতে গেলে অমিতাভের স্থান শেষের দিকে।
advertisement
4/10
বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন এই জুটি। সত্তরের দশক থেকে আজও তাদের রোম্যান্টিক জুটি দশর্কমনে হিট।
advertisement
5/10
'দো আনজানে', 'মিস্টার নটওয়ারলাল', 'সিলসিলা', 'মুকদ্দর কা সিকন্দর', 'গঙ্গা কি সৌগন্দ', 'নমক হারাম' এবং 'রাম বলরাম' এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ এবং রেখা ।
advertisement
6/10
সালটা ১৯৭৬। 'দো আনজানে' ছবির শুটিং চলাকালীন তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তারপর সম্পর্ক নিয়ে কথা উঠলেই কখনও স্বীকার করেননি অমিতাভ। এমনকী ১৯৮৪ সালে ফিল্মফেয়ারে তাদের ডেটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময়েও অমিতাভ রেখার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিল।
advertisement
7/10
অমিতাভ যখন বারেবারে নিজেদের সম্পর্ক অস্বীকার করছিলেন তখন রেখা জানিয়েছিলেন, নিজের ইমেজ রক্ষার করা জন্যই তিনি এটা অস্বীকার করছেন। এমনকী অমিতাভের প্রতি তার ভালবাসা, অনুভূতি সম্পর্কে লোকে কী ভাবেন, তাতে তিনি মাথা ঘামান না।
advertisement
8/10
গ্ল্যামার ক্যুইন রেখার কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে অভিনেত্রীর জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার নিজেও কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা।
advertisement
9/10
রেখার সঙ্গে তার সেক্রেটারি ফরজানার সম্পর্ক নিয়েও জলঘোলা কম হয়নি৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'-তেই নায়িকার জীবনের অজানা তথ্য উঠে এসেছে৷ রেখার সবচেয়ে কাছের মানুষ হলেন ফরজানা৷ তাকে টপকে অভিনেত্রীর কাছে পৌঁছানো সম্ভব নয়৷
advertisement
10/10
কেরিয়ারের শুরুর দিন থেকেই রেখার ছায়াসঙ্গী ফরজানা৷ এমনকী রেখার বেডরুমে তিনি ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই৷ তিনিই একমাত্র রেখার পারফেক্ট পার্টনার, তাঁকে ছাড়া রেখা বাঁচতে পারবেন না৷ ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'-তেই রেখার জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ্যে এসেছে৷ এখানেই শেষ নয়, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷