Happy Birthday Ranbir Kapoor: ৪০-এর 'বেবি' রণবীর কাপুর! জন্মদিনে জীবনের সেরা উপহার দিলেন আলিয়া!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Happy Birthday Ranbir Kapoor: ৪০-এ পা দিলেন রণবীর কাপুর। কেরিয়ার থেকে জীবনে এখন শুধুই আনন্দ তাঁর। খুদা কে ঘর মে দের হ্যায়, পর অন্ধের নেহি! সেরা উপহার দিলেন আলিয়া ভাট! তবে কী জন্মদিনেই খুশি এলো ঘরে? জানুন
advertisement
1/5

রণবীর কাপুর। বলিউডের এই নায়ক সব সময় একটু যেন বেহিসেবী। সঠিক হিসেব করে জীবনে পা ফেলা হয়নি তাঁর। দীপিকা থেকে আলিয়া, নার্গিস ফকিরি হোক বা ক্যাটরিনা কাইফ সকলের প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। প্রেমে প্রেমে কেটে গিয়েছে গোটা কেরিয়ার। তবে আলিয়া ভাটের সঙ্গে তাঁর প্রেম শক্ত হয়েছে বিয়ের বাঁধনে। photo source Instagram
advertisement
2/5
কিছুদিনের মধ্যেই বাবা হবেন রণবীর কাপুর। বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হওয়ার খবর জানান আলিয়া ও রণবীর। আর ঠিক এই সবের মাঝেই রণবীরের কেরিয়ারেও নতুন মোড় আসে। ছবি মুক্তি পায়। আজ রণবীরের জন্মদিন। photo source Instagram
advertisement
3/5
১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর নীতু কাপুর ও ঋষি কাপুরের কোল আলো করে এসেছিলেন রণবীর কাপুর। ছোট থেকেই দারুণ মিষ্টি তিনি। এখন বাবা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার মধ্যেই তাঁকে জন্মদিনে এক নতুন নামে ডাকলেন আলিয়া। photo source Instagram
advertisement
4/5
আলিয়া তাঁর ইনস্টাগ্রামে রণবীরের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। সেখানে আলিয়া যা লিখলেন, তা দেখে বেজায় খুশি ভক্তরা। photo source Instagram
advertisement
5/5
আলিয়া লিখলেন 'হ্যাপি ৪০ বেবি'। আর এই বেবি শব্দতেই যত গোল। নেটিজেনরা শুরু করলেন মজা। ৪০-এর বাচ্চা রণবীর কাপুরকে নিয়ে মজার পোস্ট করলেন অনেকেই। তবে 'বেবি' রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্তরা। photo source Instagram