TRENDING:

Happy Birhday Katrina Kaif: অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি

Last Updated:
Happy Birthday Katrina Kaif: পায়ে পায়ে ৪০ সুন্দরী ক্যাটরিনা কাইফ, হ্যাপি বার্থডে
advertisement
1/8
অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি
মুম্বই: ক্যাটরিনা কাইফ, লাস্য-সৌন্দর্য্যে যিনি আসমুদ্র হিমাচলকে মাতোয়ারা করেছেন তিনি এবার ৪০ হলেন৷ ২০০৩ সালে বুম দিয়ে তাঁর ফিল্ম কেরিয়ার শুরু, আর আজ তিনি বলিউডের এক সুপারস্টার৷  ক্যাটরিনা, ১৯৮৩ সালে ভিক্টোরিয়া হংকং-এ জন্মেছিলেন৷ কিন্তু বাবা পরিত্যক্ত পরিবারে ৬ ভাইবোনের সঙ্গে তাঁর দারুণ কষ্ট করে বড় হওয়া৷ তাঁর মা সুজান টারকোট কাজের জন্য নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। এই কারণেই ক্যাটরিনা কখনও স্কুলেও যেতে পারেননি।
advertisement
2/8
১৪ বছর বয়সে একটি সৌন্দর্য্য প্রতিযোগিতায় জেতার পর, তাঁর দিনগুলি ঘুরতে শুরু করে। তবে ভারতে আসার পরই তাঁর ভাগ্যে বড়সড় পরিবর্তন হয়৷ ক্যাটরিনার জন্ম হংকংয়ে এরপর তিনি চিন, জাপান, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম এবং ইংল্যান্ডেও কিছু কিছু সময় কাটিয়েছেন। নানারকম কাজ বদলে বদলে ক্যাটরিনা কাইফের মা সুজানকে ক্রমাগত শহর এবং দেশ ছাড়তে হত৷
advertisement
3/8
ভারতে আসার পরে, ক্যাটরিনা মুম্বাইয়ে একটি ফ্যাশন শোতে থেকে বলিউডের নজরে পড়েন। এই শোতে ক্যাটরিনার দেখা হয়েছিল চলচ্চিত্র নির্মাতা কাইজাদ গুস্তাদের সাথে।২০০৩ সালে মুক্তি পাওয়া ছবি বুমের প্রস্তাব দেন। ছবিতে সুপার মডেলের ভূমিকায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা।
advertisement
4/8
ল্যাকমে ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার রোহিত বহেলের জন্য ওয়াক করে শিরোনাম ছিনিয়ে নেন৷ এরপরে, তিনি কিংফিশার ক্যালেন্ডার, কোকা-কোলা, এলজি, ফেভিকলের বিজ্ঞাপনেও চুটিয়ে কাজ করতে শুরু করেন। সেই  সময়ে বলিউডে সিনেমা না পাওয়ায় ক্যাটরিনা তেলেগু সিনেমা মল্লিশ্বরী (২০০৪) অভিনয় করেন। এই ছবির জন্য মাত্র সাড়ে সাত লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন৷ যিনি পরে বলিউডের সর্বোচ্চ টাকা পাওয়া অভিনেত্রী হন৷
advertisement
5/8
সলমান খানের সঙ্গে বন্ধুত্বের পর ক্যাটরিনা কাইফের ফিল্ম কেরিয়ার বড় লাফ দেয়৷ ক্যাটরিনার নমস্তে লন্ডন, এক থা টাইগার, ধুম ৩ এবং জব তক হ্যায় জান-বলিউডের তাঁর সুপারহিট ছবি৷  আজ তাকে বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়। এখন তিনি অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী৷
advertisement
6/8
২৩০ কোটি টাকা সম্পত্তির মালিক ক্যাটরিনা কাইফ প্রতিটি ছবির জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনও করেন তিনি৷  একটি বিজ্ঞাপনের জন্য ৭ কোটি টাকা নেন তিনি। একসময়ে টাকার খোঁজে এদেশ ওদেশ ঘুরে বেড়ানো ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২৩০ কোটি টাকা ৷ এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷
advertisement
7/8
মুম্বইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে ক্যাটরিনা কাইফের। এর দাম আট কোটি টাকা । এছাড়া ক্যাটরিনার লন্ডনে ১০ কোটি টাকা মূল্যের একটি সুন্দর বাংলো রয়েছে। ক্যাটরিনার কাছে ৪২ লক্ষ টাকার  Audi Q3, ৫০ লক্ষের  মার্সিডিজ ML350 এবং ৮০ লক্ষ মূল্যের Audi Q7-এর মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
advertisement
8/8
ক্যাটরিনার কাছে ৪২ লক্ষ টাকার  Audi Q3, ৫০ লক্ষের  মার্সিডিজ ML350 এবং ৮০ লক্ষ মূল্যের Audi Q7-এর মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Birhday Katrina Kaif: অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল