Hansika Motwani: হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসাবে অভিনয়! গুটি কেটে সেই হন্সিকাই এখন প্রজাপতি
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
সম্প্রতি ক্র্যাবি আইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন হন্সিকা মোতওয়ানি। রইল ছবি
advertisement
1/9

সেই ছোট বয়সেই একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন হন্সিকা৷ তবে, হৃতিক রোশনের কোই মিল গয়া, সিনেমায় অভিনেতার বন্ধুর ভূমিকায় অভিনয় করার পরেই প্রথম নজরে আসা . (Image: Instagram)
advertisement
2/9
তারপরেই যেন হঠাৎ করে বড় হয়ে যায় সেই ছোট্ট মেয়ে৷ সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার বিপরীতে সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে৷ তখনই যেন তিনি পূর্ণ যুবতী৷ (Image: Instagram)
advertisement
3/9
অনেকে বলেছিল, সেই সময় নাকি হন্সিকাকে শরীরে দ্রুত বড় করে তুলতে তাঁকে হরমোন ট্রিটমেন্ট করিয়েছিল তাঁর পরিবার৷ যদিও এই খবরের সত্য়তাজানা যায়নি৷ (Image: Instagram)
advertisement
4/9
এরপরে হন্সিকা একাধিক দক্ষিণের সিনেমাতেও অভিনয় করেন. (Image: Instagram)
advertisement
5/9
২০০৩ সালে হাওয়া নামের একটি হিন্দি সিনেমায় বড় পর্দায় ডেবিউ করেন হন্সিকা মোতওয়ানি. (Image: Instagram)
advertisement
6/9
২০০৩ সালেই কোই মিল গয়া সিনেমায় অভিনয়ের সুযোগ. (Image: Instagram)
advertisement
7/9
২০০৭ সালে হিমেশ রেশমিয়ার আপ কা সুরু-এ অভিনয়. (Image: Instagram)
advertisement
8/9
২০১১ সালে মাপ্পিল্লাই সিনেমার মাধ্যমে তামিল ফিল্মে অভিনয় (Image: Instagram)
advertisement
9/9
২০১৭ সালে মালায়ালাম সিনেমা ভিলেন-এও অভিনয় করেছেন তিনি. (Image: Instagram)