TRENDING:

‘শকা লাকা বুম বুম’-এর সেই খুদে আজ নতুন কনে, বিয়ে করলেন হংসিকা মোতওয়ানি

Last Updated:
Hansika Mogwani Wedding: সিঁদুর পরিয়ে দেওয়ার পর হংসিকাকে প্রকাশ্যেই চুম্বন করেন সোহেল। অভিনেত্রীর চোখে তখন আনন্দাশ্রু
advertisement
1/8
‘শকা লাকা বুম বুম’-এর সেই খুদে আজ নতুন কনে, বিয়ে করলেন হংসিকা মোতওয়ানি
দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি। রবিবার জয়পুরের মান্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বাঁধলেন শাকা লাকা বুম বুম-এর জনপ্রিয় এই অভিনেত্রী।
advertisement
2/8
তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। লাল লেহঙ্গায় অপরূপা হংসিকার সৌন্দর্য থেকে চোখ ফেরানোই কঠিন। সোহেল সেজেছিলেন আইভরি রঙা শেরওয়ানিতে।
advertisement
3/8
আলো, আতসবাজির রোশনাইয়ে কেল্লায় রাজকীয় পরিবেশে অনুষ্ঠিত হল দু’জনের মালাবদল, সিঁদুরদান ও অন্যান্য রীতিনীতি। সিঁদুর পরিয়ে দেওয়ার পর হংসিকাকে প্রকাশ্যেই চুম্বন করেন সোহেল। অভিনেত্রীর চোখে তখন আনন্দাশ্রু।
advertisement
4/8
এর আগে রবিবার তাঁদের হলদি ও সঙ্গীত অনুষ্ঠানের ছবি বাজিমাত করেছিল সোশ্যাল মিডিয়ায়। হলদি অনুষ্ঠানে এই জুটি সেজেছিল সাদা রঙের ফ্লোরাল পোশাকে। সঙ্গীত-এর দিন হংসিকার পরনে ছিল গোলাপি লেহঙ্গা।
advertisement
5/8
পেশায় ব্যবসায়ী সোহেল প্যারিসে আইফেট টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে৷ রীতিমতো হাঁটু মুড়ে বসে পশ্চিমী কায়দায় তাঁর প্রেম নিবেদন মন জয় করেছিল নেটিজেনদের৷ এর পর হংসিকার ব্যাচেলর্স পার্টি উদযাপিত হয় গ্রিসে৷ ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে হংসিকা লিখেছিলেন ‘এখনও পর্যন্ত সেরা ব্যাকালোরেট৷’
advertisement
6/8
ছোট্ট হংসিকা শিশু অভিনেতা হিসেবে মন জয় করেছিলেন কেরিারের শুরুতেই৷ দূরদর্শনে তুমুল জনপ্রিয় ‘শকা লকা বুম বুম’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন করুণা তথা সোনা চরিত্রে৷ এর পর শিশু অভিনেতা হিসেবেই তাঁকে দেখা গিয়েছিল ‘হাওয়া’, ‘কোই মিল গ্যয়া’, ‘অ্যাবরা কা ড্যাবরা’-সহ বেশ কিছু ছবিতে৷
advertisement
7/8
পরবর্তীতে বলিউডে সেরকম নজর কাড়তে না পারলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন হংসিকা৷
advertisement
8/8
প্রসঙ্গত সোহেলের প্রথম বিয়েতেও অভ্যাগতদের মধ্যে হাজির ছিলেন হংসিকা৷ এমনকি সেই ভিডিও প্রকাশ্যেও এসেছে যেখানে তাঁকে সোহেলের প্রথম বিয়েতে নাচতেও দেখা যাচ্ছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘শকা লাকা বুম বুম’-এর সেই খুদে আজ নতুন কনে, বিয়ে করলেন হংসিকা মোতওয়ানি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল