TRENDING:

Hansika Motwani-Sohael Kathuriya: যে বান্ধবীর বিয়ে খেয়েছিলেন, তাঁরই স্বামীকে বিয়ে হনসিকার! এবার বিস্ফোরক নায়িকা

Last Updated:
Hansika Motwani-Sohael Kathuriya: বিয়ের পরেই শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা। সেই সোহেল কাঠুরিয়াকেই বিয়ে করেছেন তিনি। গত সপ্তাহেই গাঁটছড়া বেঁধেছেন ঘটা করে।
advertisement
1/5
যে বান্ধবীর বিয়ে খেয়েছিলেন, তাঁরই স্বামীকে বিয়ে হনসিকার! এবার বিস্ফোরক নায়িকা
advertisement
2/5
তাঁর বিয়ের পরেই শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা। সেই সোহেল কাঠুরিয়াকেই বিয়ে করেছেন তিনি। গত বছর ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন ঘটা করে। তার পরে সেই বিতর্কে মুখ খুললেন নায়িকা।
advertisement
3/5
হংসিকার কথায় জানা গেল, সোহেল তাঁর দাদার বন্ধু। বাকি যা যা বলা হচ্ছে, তা মিথ্যে এবং লোকে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেন তিনি। দাদার বন্ধু বলে অনেকদিন ধরেই সোহেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হংসিকার কথায়, ‘‘চিরকাল ও আমার আশপাশেই ছিল। তবে হ্যাঁ, আমরা এর আগে অন্যান্য অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু আমি আর সোহেল চিরকালই খুব ভাল বন্ধু ছিলাম।’’
advertisement
4/5
নায়িকা বললেন, ‘‘নিজের সবথেকে ভাল বন্ধুকে বিয়ে করে আমি যেন আশীর্বাদপুষ্ট।’’ কিন্তু এদিকে বিতর্ক চলছিল, হংসিকার বান্ধবী রিংকিই সোহেলের প্রথম স্ত্রী। অভিনেত্রী নাকি তাঁদের বিয়েতেও উপস্থিত ছিলেন। সেই বিষয়ে সোহেলও মুখ খোলেন দিন কয়েক আগে। তিনি জানান, খবরটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।
advertisement
5/5
সোহেলের কথায়, ‘‘খবরে বলা হয়েছে, আমার বিচ্ছেদ হয়েছে হংসিকার জন্য। কিন্তু তা সম্পূর্ণ মিথ্য এবং ভিত্তিহীন।’’ জয়পুরের মান্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বেঁধেছেন ‘শাকা লাকা বুম বুম’-এর অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী সোহেল প্যারিসে আইফেট টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে। তার পরেই ধুমধাম করে বিয়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Hansika Motwani-Sohael Kathuriya: যে বান্ধবীর বিয়ে খেয়েছিলেন, তাঁরই স্বামীকে বিয়ে হনসিকার! এবার বিস্ফোরক নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল