TRENDING:

Hania Aamir: পহেলগাঁও জঙ্গি হামলার জন্য পাক সেনাকেই দায়ী করে পোস্ট ! পরে অবশ্য সেই পোস্টকে ‘Fake’ বলে দাবি করে সাফাই গাইলেন পাক অভিনেত্রী

Last Updated:
Hania Aamir Denies Blaming Pakistani Army For Pahalgam Attack: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হানিয়া লিখেছেন যে, “সম্প্রতি একটি বিবৃতি মিথ্যা ভাবে আমার নামে প্রচার চালানো হচ্ছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি সরাসরি ভাবে তার জবাব দিচ্ছি: আমি এমন কোনও বিবৃতি দিইনি। আর আমার মুখে বসিয়ে দেওয়া কথাগুলির প্রচার আমি করি না আর তা সমর্থনও করি না। গোটা বিষয়টাই সাজানো।’’
advertisement
1/7
পহেলগাঁও জঙ্গি হামলার জন্য পাক সেনাকেই দায়ী করে পোস্ট ! পরে যা ‘Fake’ বললেন পাক অভিনেত্রী
সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন পাক অভিনেত্রী হানিয়া আমির। আসলে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইলের তরফে দাবি করা হয়েছিল যে, সেটি অভিনেত্রী হানিয়া আমিরেরই প্রোফাইল। আর সেখানে গত ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকেই দায়ী করা হয়েছিল। Photo: X
advertisement
2/7
বিতর্কিত স্ক্রিনশট ভাইরাল হতেই এবার নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাফাই দিয়েছেন ‘কভি ম্যায় কভি তুম’ তারকা। Photo: Hania Aamir/Facebook
advertisement
3/7
নীরবতা ভাঙলেন হানিয়া আমির: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হানিয়া লিখেছেন যে, “সম্প্রতি একটি বিবৃতি মিথ্যা ভাবে আমার নামে প্রচার চালানো হচ্ছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি সরাসরি ভাবে তার জবাব দিচ্ছি: আমি এমন কোনও বিবৃতি দিইনি। আর আমার মুখে বসিয়ে দেওয়া কথাগুলির প্রচার আমি করি না আর তা সমর্থনও করি না। গোটা বিষয়টাই সাজানো। আর আমি কে এবং আমি কীসে বিশ্বাস করি, সেটাকে ভুল ভাবে প্রদর্শন করা হচ্ছে।” Photo: Hania Aamir/Instagram
advertisement
4/7
তিনি আরও বলেন যে, “আর যা বলা হচ্ছে, সেটা হল - এটা খুবই সংবেদনশীল এবং আবেগঘন সময়। সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় নিহত নিরীহ প্রাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার হৃদয় বেদনাতুর হয়ে আছে। এমন যন্ত্রণা সত্যিকারের। বিষয়টিতে সমবেদনার প্রয়োজন, রাজনীতিকরণের নয়। Photo: Hania Aamir/Facebook
advertisement
5/7
অভিনেত্রীর কথায়, এমন সময়ে আবেগ আমাদের বিচার-বিবেচনা বোধকে আচ্ছন্ন করে দিতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, চরমপন্থী বা সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ড একটি সম্পূর্ণ দেশ বা তার নাগরিকবৃন্দের প্রতিনিধিত্ব করে না। প্রমাণ ছাড়া দোষারোপ কিন্তু বিভাজনকেই আরও গভীর করবে। আর গোটা বিষয়টাকেই করুণা, ন্যায়বিচার এবং আরোগ্যের প্রকৃত প্রয়োজন থেকে বিচ্যুত করে দিচ্ছে।” Photo: Hania Aamir/Facebook
advertisement
6/7
এখানেই শেষ নয়, প্রতিক্রিয়া জানানোর আগে সত্য-মিথ্যা যাচাই করার জন্য মানুষের কাছে আর্জি জানান হানিয়া। সব শেষে তিনি লিখেছেন, “আমার প্রিয় অনুগামীদের উদ্দেশ্যে বলতে চাই যে, আপনাদের ভালবাসাই আমার কাছে সব। আমি সকলকে অনুরোধ করব যে, কোনও কিছু শেয়ার করার আগে সত্যিটা যাচাই করে নেওয়া হোক। আর এমন কঠিন সময়ে দয়া এবং স্বচ্ছতা রেখে এগোনোটাই ভাল। আসুন আমরা সহানুভূতি, সত্য এবং ঐক্য বেছে নিয়ে ক্ষতিগ্রস্তদের সম্মান করি। আমি যা কিছু করি, তাতে ইতিবাচকতা এবং শ্রদ্ধা ছড়িয়ে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আন্তরিক সমবেদনা এবং শান্তির আশা রইল।” Photo: Hania Aamir/Facebook
advertisement
7/7
ভাইরাল ভুয়ো বিবৃতিতে যা ছিল: ভাইরাল সেই ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা হয়েছিল, “কাশ্মীরে জেনারেল আসিম মুনিরের কর্মকাণ্ডের কারণে ভারতে সমগ্র পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রিকে নিষিদ্ধ করা হয়েছে, এমনকী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির উপরেও চাপানো হয়েছে রেস্ট্রিকশন। আমি শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে, আমরা, পাকিস্তানের সাধারণ মানুষ, ভারতের সঙ্গে কোনও অন্যায় করিনি। পহেলগাঁও জঙ্গি হামলার পিছনে পাকিস্তানি সেনাবাহিনী এবং ইসলামপন্থী জঙ্গিরাই জড়িত। তাহলে আপনি সাধারণ পাকিস্তানিদের কেন শাস্তি দিচ্ছেন। দয়া করে পাক সেনা এবং জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন, নিরীহ নাগরিকদের উপর নয়। পরে অবশ্য যাচাই করে জানা যায়, এই পোস্টটি ভুয়ো প্রোফাইল থেকে করা হয়েছে।” Photo: Hania Aamir/Facebook
বাংলা খবর/ছবি/বিনোদন/
Hania Aamir: পহেলগাঁও জঙ্গি হামলার জন্য পাক সেনাকেই দায়ী করে পোস্ট ! পরে অবশ্য সেই পোস্টকে ‘Fake’ বলে দাবি করে সাফাই গাইলেন পাক অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল