Famous Actor Tragic Story: প্রকাশ্য রাস্তায় নিষ্ঠুর ভাবে খুন! মর্মান্তিক মৃত্যু সুপারহিট নায়কের, ২ বিয়ে, ৫ সন্তান... শিউরে ওঠা কাহিনি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Famous Actor Tragic Story: এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, অভিনেতার মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
advertisement
1/10

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল। মৃত্যুর ২৮ বছর পরেও বিশ্বের দরবারে সম্মানিত সেই অভিনেতা। মাত্র ৪০ বছরের পেশাজীবনে তিনি যে পরিমাণ কাজ করেছেন, তা অকল্পনীয়। আর তাই তাঁর নাম নথিভুক্ত রয়েছে গিনেস বুকে।
advertisement
2/10
তাঁর অভিনয় জীবনে ৮০০টিরও বেশি ছবিতে ১৮০টি পুরস্কার পেয়েছেন। ৮০০টি ছবির মধ্যে তিনি মোট ৫৩৫টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ৫৯টি ছবিতে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) অভিনয় করার রেকর্ডও রয়েছে সেই অভিনেতার।
advertisement
3/10
তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। ১৯৭৯ সালে তাঁর একটি ছবি ‘মৌলা জাট’, ডায়মন্ড জুবিলি ছবি ১৫ মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। কাল্ট ক্লাসিক ছবির তকমা পেয়েছিল।
advertisement
4/10
চেনেন কি তাঁকে? পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা সুলতান রাহির কথা গল্পই বলা হচ্ছে। নিজেকে পাকিস্তানি এবং পঞ্জাবি সিনেমার অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে পাকিস্তানের ‘ক্লিন্ট ইস্টউড’ বলা হত।
advertisement
5/10
সুলতান রাহি ১৯৩৮ সালে ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে রাওয়ালপিন্ডিতে চলে আসেন।
advertisement
6/10
কেউ কেউ আবার বলেন, সুলতান রাহির জন্ম মুজাফফরনগরে, রাওয়ালপিন্ডিতে নয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মেজর আব্দুল মজিদের পুত্র।
advertisement
7/10
সুলতান রাহির বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর নাসিম সুলতানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পাঁচ সন্তান। যাঁদের মধ্যে হায়দার সুলতানও একজন অভিনেতা।
advertisement
8/10
এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, সুলতান রাহির মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
advertisement
9/10
১৯৯৬ সালের জানুয়ারি মাসে সুলতান রাহি এবং তার বন্ধু ইসলামাবাদ থেকে লহৌর যাচ্ছিলেন। তাঁদের গাড়ির একটি টায়ারে পাংকচার হওয়ার পর, সুলতান এবং তার বন্ধু দু’জনেই গাড়ি থেকে নেমে টায়ার বদলাচ্ছিলেন।
advertisement
10/10
এ সময় এক দুষ্কৃতীর দল গাড়ির কাছে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সুলতান রাহি ও তাঁর বন্ধু দু’জনই গুলিবিদ্ধ হন। সেই ঘটনাতেই জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। মৃত্যু হয় পাকিস্তানের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের।