Guess Who: বাবার ঠোঁটে ঠোঁট রেখে চুমু! ছেলের সঙ্গে প্রেম! সলমনের থেকেও বেশি পারিশ্রমিক নেন এই নায়িকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Guess Bollywood Actress: বলিউডের সব থেকে লাস্যময়ী অভিনেত্রী তিনি! তাঁর হাসিতে পাগল গোটা দুনিয়া! কে বলুন তো তিনি?
advertisement
1/10

বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি! শাহরুখ খান থেকে বিনোদ খান্না, সঞ্জয় দত্ত থেকে শুরু করে সলমন খান সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি! তাঁর হাসিতে পাগল গোটা দুনিয়া!
advertisement
2/10
১৯৮৮ সালে 'তেজাব' ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। 'খলনায়ক', 'হম আপকে হ্যায় কৌন' থেকে 'দিল তো পাগল হ্যায়'-এর মতো বহু সুপারডুপার হিট ছবি রয়েছে তাঁর!
advertisement
3/10
তিনি শুধু অভিনয় নয়, সেই সঙ্গে একজন দারুণ নৃত্য শিল্পী। কী এবার আন্দাজ করতে পারছেন নিশ্চয় কার কথা বলা হচ্ছে?
advertisement
4/10
তিনি বিটাউনের মাধুরী দিক্ষিত! এক সময় তিনি সলমন খানের থেকেও বেশি পারিশ্রমিক নিতেন! তাঁর জন্যই সুপারহিট হত সিনেমা!
advertisement
5/10
এই মাধুরী দিক্ষিত এক সঙ্গে বাবা ও ছেলে দুজনের সঙ্গেই নায়িকা হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয় দুজনের সঙ্গেই ছিল ঘনিষ্ট দৃশ্য! কারা বলুন তো?
advertisement
6/10
১৯৮৮ সালে 'দয়াবান' ছবিতে তিনি বিনোদ খান্নার নায়িকা হন। সেই ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য তুমুল চর্চা হয় তাঁকে নিয়ে!
advertisement
7/10
এমনকী রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাট বলার পরও উদ্দাম যৌনতায় মত্ত হয়েছিলেন বিনোদ খান্না। ঘনিষ্ঠ দৃশ্যের গভীরে এতটাই ঢুকে গিয়েছিলেন যে চুমু খেতে গিয়ে ঠোঁটই কেটে গিয়েছিল মাধুরীর, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন।
advertisement
8/10
'দয়াবান' ছবির জনপ্রিয় গান' আজ ফির তুমপে পয়্যার আয়া হ্যায়'-র শুটিংয়ে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্যে পরিচালক 'অ্যাকশন' বলেছেন, শুরু হয়েছে শট, কিন্তু 'ধকধক গার্ল'-কে চুমু খেতে খেতে নিজেকে সামলাতেন পারেননি বিনোদ খান্না। সটান কামড়ে দেন মাধুরীর ঠোঁটে।
advertisement
9/10
১৯৯৭ সালে 'মোহব্বত' ছবিতে তিনি বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গেও জুটি বাঁধেন। এবং এই জুটিকেও দর্শক প্রসংশায় ভরিয়ে দেন! তবে একজন নায়কের সঙ্গে মাধুরীর কোনও ছবি হিট হয়নি! কে বলুন তো?
advertisement
10/10
ঋষি কাপুর! মাধুরী ও ঋষি কাপুর জুটি বেঁধে তিনটি ছবি করেন! এবং সেই তিনটে ছবিই সুপার ফ্লপ হয়! এর পর থেকে এদের দুজনের জুটিকে অপয়া বলা হয়! তবে এর পর আর কোনও ছবিতে তাঁরা আর এক সঙ্গে কাজ করেননি!