Guess The Bengali Actress: স্বামীর কারণে তিনবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা! জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় বাঙালি নায়িকার প্রেমজীবন চোখে জল আনবে...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Guess The Bengali Actress: তাঁর প্রতিভা কেবল একটি আঙিনায় বসত করে না। তিনি একজন দক্ষ অভিনেত্রী, দক্ষ রাজনীতিবিদ, দক্ষ রবীন্দ্রসঙ্গীত গায়িকা। বাঙালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন যদিও তাঁর প্রতিভার মতো রঙিন নয়।
advertisement
1/7

তাঁর প্রতিভা কেবল একটি আঙিনায় বসত করে না। তিনি একজন দক্ষ অভিনেত্রী, দক্ষ রাজনীতিবিদ, দক্ষ রবীন্দ্রসঙ্গীত গায়িকা। বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন যদিও তাঁর প্রতিভার মতো রঙিন নয়। কণ্টকপথ হেঁটে এসেছেন অনেকটাই।
advertisement
2/7
কেবল বাংলা বিনোদনের জগতে নয়, ভারতীয় ছবি ও টেলিভিশনে অভিনয় করেও অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন রূপা। ১৯৮৮-এর টিভি সিরিয়াল ‘মহাভারত’ তার কেরিয়ারে বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিচালনা করেছিলেন বিআর চোপড়া। পৌরাণিক অনুষ্ঠানটি মহাভারত মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
advertisement
3/7
ভারতের সেরা টিভি শো-গুলির মধ্যে অন্যতম বলে মনে করেন অনেকে। দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপা। সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন তিনি। তবে অভিনেত্রী তাঁর প্রেম জীবনের জন্যও লাইমলাইটে ছিলেন।
advertisement
4/7
১৯৯২ সালে রূপা ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন। কিন্তু তারপরেই কাজ করা বন্ধ করে দিয়েছিলেন রূপা। মন দিয়ে সংসার করতে চেয়েছিলেন তিনি। বহু বছর আগে টিভি রিয়েলিটি শো ‘সচ কা সামনা’র একটি পর্বে রূপা সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন।
advertisement
5/7
রূপা স্বীকার করেছিলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল। প্রায়শই ঝগড়াঝাটি হত দম্পতির মধ্যে। মানসিক ভাবে এতই ভেঙে পড়েছিলেন যে তিনবার নাকি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন অভিনেত্রী। ২০০৬ সালে রূপা এবং ধ্রুবর বিবাহবিচ্ছেদ হয়।
advertisement
6/7
তঁদের এক পুত্রসন্তান, আকাশ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল ১৯৯৭ সালে। এর পর গায়ক দিব্যেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে মুম্বইতে সহবাস সম্পর্কে ছিলেন রূপা। তাঁদের সম্পর্ক নিয়ে তখন নানা ধরনের কাঁটাছেড়া হয়েছিল কারণ দিব্যেন্দু তাঁর চেয়ে ১৩ বছরের ছোট ছিলেন।
advertisement
7/7
তবে কয়েক মাস পরে তাঁদের প্রেমে হঠাৎ চিড় ধরে। পরিশেষে আলাদা হয়ে যান তাঁরা। দিব্যেন্দু এক সময়ে বলছিলেন, বয়সের পার্থক্যের কারণেই নাকি তাঁদের সমস্যা হত। দু’টি সম্পর্কের ব্যর্থতার পর মানসিক ভাবে আরও ভেঙে পড়েন সেই সময়ে। একটি সাক্ষাৎকারে সেই কথাই জানান তিনি।