TRENDING:

Guess The Celebrity: 'বেতাব' ছবিতে সেজেছিলেন ছোট্ট সানি, আর এখন তাঁর গানের জাদুতে 'দিওয়ানা' গোটা দেশ! বলুন তো কে এই ছোট্ট ছেলেটি?

Last Updated:
Guess The Celebrity: তাঁকে দেখলেই আট থেকে আশি বলে ওঠে, 'ইয়ে দিল, দিওয়ানা'। আবার বিশেষ করে মেয়েরা বলে, 'জানে কিউ মে তুঝকো হর পর সোচনা হুঁ'... আর ছেলেদের ফেভারিট, 'সূরয হুয়া মধ্যম, চাঁদ জ্বলনে লাগা'..., বলুন তো কেই এই শিশুটি?
advertisement
1/11
'বেতাব' ছবিতে সেজেছিলেন ছোট্ট সানি, এখন তাঁর গানের জাদুতে 'দিওয়ানা' গোটা দেশ! বলুন তো কে?
তাঁকে দেখলেই আট থেকে আশি বলে ওঠে, 'ইয়ে দিল, দিওয়ানা'। আবার বিশেষ করে মেয়েরা বলে, 'জানে কিউ মে তুঝকো হর পর সোচনা হুঁ'... আর ছেলেদের ফেভারিট, 'সূরয হুয়া মধ্যম, চাঁদ জ্বলনে লাগা'...
advertisement
2/11
কিন্তু মজার ব্যাপার হল, গান নয়, তিনি প্রথম অভিনয়জগতে পা রেখেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন।
advertisement
3/11
আশির দশকে প্রথম ছবি মুক্তি পায় ধর্মেন্দ্রের জ্যেষ্ঠ পুত্র সানি দেওলের, বেতাব। তাঁর কেরিয়ারের প্রথম ছবিতে সানির ছেলেবেলা ফুটিয়ে তুলেছিলেন এক শিশু অভিনেতা।
advertisement
4/11
বর্তমানে তিনি বলিউডের শীর্ষে থাকা সঙ্গীতশিল্পী। কে এই ছোট্ট শিশুটি ধরতে পারলেন? এখন তাঁর গানের গলা-সুরে মুগ্ধ বিশ্বের কোটি কোটি মানুষ।
advertisement
5/11
ইনি সোনু নিগম। ‘বেতাব’ ছবিতে সোনুকে অভিনয় করতে দে‌খা গেলেও সেটি তাঁর প্রথম ছবি নয়। তার আগেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে।
advertisement
6/11
আশির দশকে ‘প্যারা দুশমন’, ‘উস্তাদি উস্তাদ সে’, ‘কামচোর’ নামের একাধিক হিন্দি ছবিতে শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন সোনু। পরে সঙ্গীতের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করলেও অভিনয়ের প্রতি আগ্রহ মুছে যায়নি সোনুর।
advertisement
7/11
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেতাব’ ছবিতে শেষ বার শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন সোনু। তার পর ১৯ বছর বিরতির পর আবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
8/11
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানি দুশমন: এক আনোখি কহানি’ ছবির মাধ্যমে আবার বলিপাড়ায় পা রেখেছিলেন সোনু। তার পর ‘কাশ আপ হমারে হোতে’, ‘লভ ইন নেপাল’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
advertisement
9/11
২০০৫ সাল থেকে একাধিক ছবির গানের দৃশ্যে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। কিন্তু গায়ক হিসাবে তিনি যতটা খ্যাতি পেতে শুরু করেছিলেন, অভিনেতা হিসাবে তার এক শতাংশও পাননি বলা চলে।
advertisement
10/11
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পটলেস’ নামের স্বল্পদৈর্ঘ্যের একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সোনু। কিন্তু বড় পর্দায় আর দেখা যায়নি বলি গায়ককে।
advertisement
11/11
২০২৪ সালে মুক্তি পাওয়া একটি মরাঠি ছবির গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। আশির দশকের সেই শিশু অভিনেতা বড় পর্দায় তাঁর কেরিয়ার গড়তে পারেননি। তবে সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর জুড়িমেলা ভার।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess The Celebrity: 'বেতাব' ছবিতে সেজেছিলেন ছোট্ট সানি, আর এখন তাঁর গানের জাদুতে 'দিওয়ানা' গোটা দেশ! বলুন তো কে এই ছোট্ট ছেলেটি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল