Actress Life Story: নিজের স্বামীর বিয়ে দিতে চেয়েছিলেন অন্য নারীর সঙ্গে... বুকফাটা যন্ত্রণা সুপারহিট নায়িকার, চেনা যাচ্ছে কি!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actress Life Story: ১৯৯৫ সালে একটি ছবির সেটে দেখা হয় খুশবু এবং সুন্দরের। সুন্দর সেই সময়কার একটি ঘটনার কথা মনে করে বলেন, দাম্পত্য জীবনের প্রথম কয়েকটি বছর ছিল চাপের।
advertisement
1/15

৮০-এর দশকে বিনোদন জগৎ দাপিয়ে বেরিয়েছেন শিশুশিল্পী। তবে ষোড়শী হতেই সুন্দরীকে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিনয় করতে দেখা যায়। আজও তাঁর রূপের ছটায় কুপোকাত ভক্তরা।
advertisement
2/15
শিশুশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেও কয়েক বছরের মধ্যেই বলিপাড়ার প্রথম সারির নায়ক, জ্যাকি শ্রফ, আমির খানদের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আজ তিনি প্রখ্যাত রাজনীতিবিদ।
advertisement
3/15
নায়িকা হিসেবে সফল। আজ তিনি বিজেপি-র নেত্রী হিসেবেও সফল। ২০১০ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে কংগ্রেসে যোগদান। তার আগে ডিএমকে-র নেত্রী। এবং শেষ পর্যন্ত ২০২০ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
advertisement
4/15
কথা হচ্ছে খুশবু সুন্দরের। ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন তিনি। ১৯৭০ সালে মুম্বইয়ে এক মুসলিম পরিবারে জন্ম ছিল। তখন তাঁর নাম ছিল নাখাত খান।
advertisement
5/15
১৯৮০ সালে যখন তিনি সিনেমায় নামেন, তাঁর বাবা-মা তাঁর স্টেজ নাম হিসেবে নাম রাখেন খুশবু।
advertisement
6/15
প্রথমবার ‘দ্য বার্নিং ট্রেন’-এ একজন শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। ‘নসীব’, ‘লাওয়ারিস’ এবং ‘কালিয়া’র মতো বলিউডের অন্যান্য হিট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কয়েকবার স্ক্রিন শেয়ার করেছেন।
advertisement
7/15
১৯৮৫ সালে তিনি ১৫ বছর বয়সে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের বিপরীতে ‘জানু’তে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন।
advertisement
8/15
কয়েক বছর পরে, তিনি আমির খানের সঙ্গে ‘দিওয়ানা মুজ সা নাহিন’-তে। ৮০-এর দশকের শেষের দিকে খুশবু চেন্নাইতে চলে যান।
advertisement
9/15
দক্ষিণী ছবিতে তাঁর বলিউডের চেয়ে ভাল ফল করতে শুরু করেছিল। ৯০-এর দশকের শেষের দিকে, তিনি পরিবার এবং বাচ্চাদের জন্য ছবি ছেড়ে দেন। শেষ ২০২১ সালে রজনীকান্ত-অভিনীত ‘আন্নাথে’-তে কাজ করেন।
advertisement
10/15
২০০০ সালে অভিনেতা-পরিচালক সুন্দর সিকে বিয়ে করেন খুশবু। দম্পতির দু’টি মেয়ে রয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন খুশবু চেয়েছিলেন সুন্দর অন্য কাউকে বিয়ে করুন।
advertisement
11/15
১৯৯৫ সালে একটি ছবির সেটে দেখা হয় খুশবু এবং সুন্দরের। সুন্দর সেই সময়কার একটি ঘটনার কথা মনে করে বলেন, দাম্পত্য জীবনের প্রথম কয়েকটি বছর ছিল চাপের।
advertisement
12/15
খুশবুকে এক সময়ে ডাক্তাররা প্রথমদিকে বলেছিলেন যে তিনি কখনওই মা হতে পারবেন না।
advertisement
13/15
মন ভেঙে যায় খুশবুর। খুশবু চেয়েছিলেন, তাঁর স্বামী তাঁকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করুন। কারণ তিনি জানতেন, তিনি সন্তান ধারণ করতে পারবেন।
advertisement
14/15
তবে সুন্দর তাঁর স্ত্রীকে ছাড়তে রাজি হননি। সন্তানহীনতা জন্য স্ত্রীর প্রতি অনুরাগ কমেনি তাঁর। শেষ পর্যন্ত চিকিৎসকদের ভুল প্রমাণিত করে দুই কন্যাসন্তানের জন্ম দেন খুশবু।
advertisement
15/15
তাঁদের দুই কন্যার নাম অবন্তিকা এবং আনন্দিতা। যাঁর নামানুসারে দম্পতি তাঁদের প্রোডাকশন হাউসের নাম রেখেছেন, অবনী সিনেম্যাক্স।