TRENDING:

Bollywood Actor Story: সইফ-করিনার বিয়েতে ওয়েটারের কাজও করতে হয়! কাঙাল থেকে আজ তিনি রাজা, চেনেন কি 'এই' তারকাকে!

Last Updated:
Bollywood Actor Story: এমন অনেক বহিরাগত বছরের পর বছর অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন। এমনই একজন অভিনেতা আছেন বলিউডে, যিনি সইফ আলি খান এবং করিনা কাপুর খানের রিসেপশনে কাজ করেছিলেন।
advertisement
1/14
সইফ-করিনার বিয়েতে ওয়েটারের কাজও করতে হয়! কাঙাল থেকে আজ তিনি রাজা, কে এই তারকা!
তারকা পরিবার নেই, গডফাদার নেই, অর্থসম্পদের প্রাচুর্যও নেই... এমন অনেক বহিরাগত বছরের পর বছর অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন।
advertisement
2/14
আর মাথা গোঁজার ঠাই পেতে, পেটে দু’বেলা খাবার জোগাতে টাকার দরকার। আর তার জন্যই অভিনেতা হওয়ার পাশাপাশি অন্য ছোটখাটো কাজ করতে হয়।
advertisement
3/14
পরবর্তীতে ধীরে ধীরে সাফল্য অর্জন করেছেন অনেকেই। এমনই একজন অভিনেতা আছেন বলিউডে, যিনি সইফ আলি খান এবং করিনা কাপুর খানের রিসেপশনে কাজ করেছিলেন, তিনি এখন তারকা হয়ে উঠেছেন।
advertisement
4/14
সেই অভিনেতা অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, পঙ্কজ ত্রিপাঠী এবং আরও অনেকের সঙ্গে কাজ করেছেন। বড় বড় ছবিতে ছোট ছোট ভূমিকা দিয়ে অভিনয় যাত্রা শুরু। পরে ওটিটি তাঁকে তারকা করে তোলে। তিনি আসিফ খান।
advertisement
5/14
আসিফের বাবা মারা গেলে তিনি জীবিকা নির্বাহের জন্য ছোট ছোট চাকরি করতেন। পরে ২০১০ সালে তিনি তাঁর মাকে রাজি করান যাতে তিনি তাঁকে অভিনয় করতে দেন।
advertisement
6/14
এক পুরনো সাক্ষাৎকারে প্রকাশ করেন, মুম্বইতে নিজেকে টিকিয়ে রাখার জন্য তিনি ওয়েটার হিসাবে কাজ শুরু করেছিলেন।
advertisement
7/14
আসিফের কথায়, “নিজেকে টিকিয়ে রাখার জন্য, আমি একটি হোটেলে ওয়েটার হিসাবে কাজ শুরু করি। কয়েক মাস পর কিচেন ডিপার্টমেন্টে কাজ পাই।
advertisement
8/14
"তখন আমাদের কাছে একটি পার্টির অফার আসে। যেটা ছিল সইফ আলি খান এবং করিনা কাপুরের রিসেপশন।” বলি দম্পতির বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করেন আসিফ।
advertisement
9/14
পরে সেই চাকরি ছেড়ে কিছুদিন বেশ কিছু অডিশন দেন এবং জয়পুরের একটি থিয়েটার গ্রুপে যোগ দেন। শুরু হল অভিনয়ের প্রশিক্ষণ। এবং ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রস্তুতি।
advertisement
10/14
প্রথমে কাস্টিং সহকারী হিসাবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ। তারপর ধীরে ধীরে অভিনয়ের যাত্রা।সলমন খানের 'রেডি' এবং হৃতিক রোশনের 'অগ্নিপথ'-এ জুনিয়র শিল্পী হিসাবে শুরু করেছিলেন।
advertisement
11/14
পরে অক্ষয় কুমারের 'টয়লেট এক প্রেম কথা'-তে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র পান আসিফ। তারপর অর্জুন কাপুরের 'ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড' সিনেমার মাধ্যমে বলিউডে বড় কাজে আত্মপ্রকাশ। তবে ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি।
advertisement
12/14
এরপর ওটিটি যাত্রা শুরু। আর সেখানেই ধীরে ধীরে তারকা তকমা অর্জন। ২০১৮ সালে 'মির্জাপুর'-এর দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ। তবে, হিট শো 'জামতারা'-তে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
13/14
এরপর 'পঞ্চায়েত'-এ অভিনয়৷ সিজন ১-এ ছোট চরিত্র 'ফুলেরার জামাই'-এ দেখা গিয়েছিল তাঁকে কিন্তু তাতেই পর্দা কাঁপিয়ে দিয়েছেন আসিফ। তবে সিজন ৩-তে বড় চরিত্রে সকলের মনজয় করেছেন তিনি।
advertisement
14/14
আসিফ খানকে শেষ দেখা গিয়েছিল 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ছবিতে ভিকি কৌশলের সঙ্গে। এখন তাঁর হাতে 'সেকশন ১০৮', 'কাকুদা', 'নোরানি চেহরা', 'ইশক চাকাল্লাস' এবং 'দ্য ভার্জিন ট্রি'-এর মতো ছবিগুলি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor Story: সইফ-করিনার বিয়েতে ওয়েটারের কাজও করতে হয়! কাঙাল থেকে আজ তিনি রাজা, চেনেন কি 'এই' তারকাকে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল