TRENDING:

Bollywood Actor: রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন, হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর...এক ঘটনায় পুরো পাল্টে গেল জীবন! জানেন কে এই সুপারস্টার

Last Updated:
Guess The Bollywood Actor: রাস্তার ধারে সিগারেট, কখনও থিয়াটারের বাইরে চিনাবাদাম, এইসব বিক্রি করেই কোনওক্রমে টেনেটুনে সংসার চলত এক তরুণের। হঠাত্‍ করেই এক নায়কের চোখে পড়ে গেলেন। হয়ে গেলেন অভিনেতা। ভাবছেন কোনও সিনেমার গল্প? এই ঘটনা একেবারেই বাস্তব। বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প।
advertisement
1/9
সিগারেট বিক্রেতা থেকে সুপারস্টার! হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর...
রাস্তার ধারে সিগারেট, কখনও থিয়াটারের বাইরে চিনাবাদাম, এইসব বিক্রি করেই কোনওক্রমে টেনেটুনে সংসার চলত এক তরুণের। হঠাত্‍ করেই এক নায়কের চোখে পড়ে গেলেন। হয়ে গেলেন অভিনেতা। ভাবছেন কোনও সিনেমার গল্প? এই ঘটনা একেবারেই বাস্তব। বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প।
advertisement
2/9
অভাব থেকে উঠে এসে ভয়ঙ্কর সংগ্রাম করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন, এমন উদাহরণ প্রচুর রয়েছে সিনে জগতে। এই প্রতিবেদনে রইল এমনই এক নায়কের জীবন সংগ্রাম।
advertisement
3/9
বর্তমানে তিনি অতি জনপ্রিয় অভিনেতা। তবে বলিউডে তাঁর প্রবেশ খুবই অদ্ভুত ভাবে। একসময় প্রচণ্ড অভাবে দিন কাটত নায়কের। এমনকী স্কুলের ফি দেওয়ার টাকাও ছিল না।
advertisement
4/9
দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করছেন জ‍্যাকি শ্রফ। ‘জ‍্যাকি দাদা’ অভিনেতা হওয়ার আগের জীবন খুবই কষ্টের। অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে।
advertisement
5/9
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্কুলের ফি বাবদ টাকাও ছিল না এই অভিনেতার। শোনা যায়, অভিনেতা থিয়েটারের বাইরে চিনাবাদাম বিক্রি করতেন। আবার কখনও তিনি একটি কাপড়ের দোকানেও কাজ করতেন।
advertisement
6/9
জ‍্যাকি শ্রফকে প্রথমবার সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অন‍্য এক তারকা দেব আনন্দ। কীভাবে দেব আনন্দের সাহায‍্যে অভিনয়ে সুযোগ পেলেন জ‍্যাকি শ্রফ।
advertisement
7/9
একবার দেবানন্দ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, পথে তাঁর চোখ পড়ে জ্যাকি শ্রফের ওপর। নোংরা শার্ট ও ছেঁড়া জিন্স পরা সিগারেট বিক্রি করছিলেন। তরুণ জ‍্যাকিকে দেখে দেবানন্দ তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।
advertisement
8/9
১৯৮৩ সালে ‘স্বামী দাদা’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জ‍্যাকি। এই ছবিতে মাত্র ১৬ মিনিটের একটি দৃশ‍্যে অভিনয় করেছিলেন জ‍্যাকি। এই ছবি থেকে খুব একটা পরিচিতি পাননি তিনি। তবে সিনে জগতে তাঁর জয়যাত্রা শুরু হয়ে যায়।
advertisement
9/9
১৯৮৩ সালের সুপারহিট ছবি 'হিরো'-তে তাকে প্রথম নায়ক হিসেবে দেখা যায়। এই ছবিতে তার চরিত্রটিও বেশ জনপ্রিয় হয়। এই ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা বনে যান। ছবিতে তার বিপরীতে দেখা গেছে মীনাক্ষী শেষাদ্রীকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন, হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর...এক ঘটনায় পুরো পাল্টে গেল জীবন! জানেন কে এই সুপারস্টার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল