Guess the Actress: ৮ বছর বলিউডে একটিও হিট সিনেমা নেই! লাস্যময়ী 'এই' নায়িকা বর্তমানে গোটা দ্বীপের মালকিন! কে বলুন তো?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Guess the Actress: ভারতীয় চলচ্চিত্র জগতের একমাত্র নায়িকা, যার নিজস্ব দ্বীপ রয়েছে। শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের জায়গা করে ফেলেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
advertisement
1/10

*বলিউডের কিছু নায়িকা শুধু অভিনয় আর সৌন্দর্যে নয়, তাদের বিলাসবহুল জীবনযাত্রার জন্যও খবরের শিরোনামে রয়েছে। নাম ও খ্যাতির পর অর্জিত অর্থ দিয়ে তারা ভোগ করে। কেউ কেউ দামি বাড়ি ও গাড়ি কিনেছেন। কিন্তু এই নায়িকা একটি দ্বীপও কিনে ফেলেছেন। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একমাত্র নায়িকা, যার নিজস্ব দ্বীপ রয়েছে। শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের জায়গা করে ফেলেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*শ্রীলঙ্কা থেকে বলিউড: জ্যাকলিনের জন্ম ১৯৭৯ সালের ১১ অগাস্ট শ্রীলঙ্কার কলম্বোয়। মালয়েশিয়া ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত একটি পরিবারে বেড়ে ওঠেন। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জিতেছিলেন। তিনি তার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস দিয়ে নিজের দেশকে গর্বিত করেছেন। ২০০৯ সালে ফ্যান্টাসি কমেডি ছবি 'আলাদিন' দিয়ে বলিউডে পা রাখেন। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*২০১০ সালের দশকে 'মার্ডার ২' ছবিতে সিজলিং চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন। 'হাউসফুল ২', 'রেস ২' এবং 'কিক'-এর মতো ছবি তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে নিয়ে গিয়েছেন। তিনি সলমন খান এবং সইফ আলি খানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। বক্স অফিস সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার গ্ল্যামার ও নাচ ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*নিজস্ব দ্বীপ: ২০১২ সালে শ্রীলঙ্কার কাছে একটি ব্যক্তিগত দ্বীপ কেনেন জ্যাকলিন। এতে তিনি ৩ কোটি টাকারও বেশি খরচ করেছেন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এমন বিলাসবহুল সম্পত্তির মালিক হয়ে রেকর্ড গড়েছেন। দ্বীপটি প্রায় ৫ একর এলাকা জুড়ে বিস্তৃত। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*সবুজের সমারোহের মাঝে মনোরম পরিবেশ। তিনি কী ব্যক্তিগত প্রয়োজনে এটি ব্যবহার করবেন? নাকি বাণিজ্যিক রিসর্টে রূপান্তরিত হবে? নাকি ভাড়া দেওয়া হবে, সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*২০১৭ সালে 'জুড়ুয়া ২'-এর সাফল্যের সঙ্গে সবাই ভেবেছিল জ্যাকলিনের কেরিয়ার তুঙ্গে পৌঁছে গিয়েছে। কিন্তু তার পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তাঁর পর পর ছবি। নেটফ্লিক্সের সিনেমা 'ড্রাইভ' দর্শকদের মোটেও মুগ্ধ করতে পারেনি। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*'রাধে', 'ভূত পুলিশ', 'বচ্চন পাণ্ডে', 'অ্যাটাক', 'রাম সেতু', 'সার্কাস', 'ফতেহ'-এর মতো ছবি পর পর ফ্লপ হয়। এর আগে 'রাই', 'ব্রাদার্স' এবং 'জানে কাহাঁ সে আয়ি হ্যায়'-এর মতো ছবিগুলোও আশানুরূপ ফল পায়নি। গত আট বছরে তিনি ১০টিরও বেশি ফ্লপ ছবি করেছেন, এতে তার স্টার ইমেজ নষ্ট হয়। তবে আশা ছাড়েননি তিনি। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*জ্যাকলিন তার পরবর্তী ছবি 'হাউসফুল ৫' নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। ২০২৫ সালের ৬ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ডিনো মোরিয়া, ফারদিন খান, সোনম বাজওয়া, শ্রেয়াস তালপাড়ে এবং চাঙ্কি পান্ডে। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-ও ২০২৫ সালে মুক্তির অপেক্ষায়। আহমেদ খান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি, লারা দত্ত, রাভিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব এবং তুষার কাপুর। সংগৃহীত ছবি।