Guess the Actress: ছবির এই খুদেকে চিনতে পারছেন? বলিউড কাঁপিয়েছেন অজয়-অক্ষয়ের নায়িকা, বলুন তো কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
ছবিতে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বলিউড তো বটেই দক্ষিণী ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ এই খুদে। এখন যদিও তিনি আর খুুদেটি নেই। তাঁকে চেনার জন্য কয়েকটি সূত্র দেওয়া যাক।
advertisement
1/5

ছবিতে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বলিউড তো বটেই দক্ষিণী ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ এই খুদে। এখন যদিও তিনি আর খুুদেটি নেই। তাঁকে চেনার জন্য কয়েকটি সূত্র দেওয়া যাক।
advertisement
2/5
বক্স অফিসে তাঁর ছবি মানেই হিট। অজয় দেবগণের সঙ্গে একটি ব্লকবাস্টার ছবি করতেই ঘুরে যায় কেরিয়ারের অভিমুখ। শুধু তা-ই নয়। 'আরআরআর'-এর পরিচালক এস এস রাজামৌলির সঙ্গেও কাজ করেছেন তিনি।
advertisement
3/5
ছবির এই খুদের অভিনয়ে হাতেখড়ি কিন্তু হয়েছিল বলিউডের হাত ধরেই। ২০০৪ সালে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'কিঁউ! হো গয়া না'-ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।
advertisement
4/5
রাম চরণ, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গেও সফল ছবি করেছেন এই নায়িকা। প্রথম ছবি সফল না হলেও পরবর্তীতে হিট ছবির অভাব হয়নি এই নায়িকার।
advertisement
5/5
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। ছবির এই খুদেটি কাজল আগরওয়াল। দক্ষিণী ইন্ডাস্ট্রি তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা। 'স্পেশ্যাল ২৬', 'মগধীরা', 'মার্সাল'-এর ছবি রয়েছে তাঁর ঝুলিতে।