Guess The Actress: বিখ্যাত পরিচালক- তাঁর সিনেমায় পাঠ দেননি এই হিরোইনকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন পুরো খরচ করেছিলেন ‘বাদ’ থাকা নায়িকাই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Guess The Actress: শুধু সুন্দরীই নন, তাঁর মাদকতায় বুঁদ জেনারেশনের পর জেনারেশন...কিন্তু তাবড় পরিচালকরা তাঁকে দিয়ে সিনেমা করাননি...
advertisement
1/6

ডাকনাম কৃষ্ণা ভাল নাম রমা, পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনে পড়ার সময় শ্রেণিকক্ষে বন্ধুদের সঙ্গে আড্ডায় একবার বলেছিলেন ‘আমি এমন নাম করব যে, পৃথিবী চিরকাল আমায় মনে রাখবে।’ তখনও সিনেমার দুনিয়া তাঁকে হাতছানি দেয়নি৷ এরপর তিনি সিনেমার দুনিয়ায় পা রাখেন, আর তারপর পুরোটাই ইতিহাস৷ Photo- Representative
advertisement
2/6
দিদি উমার খুব কাছের ছিলেন রমা, এই রমা আর কেউ নন, বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন৷ বোনকে দিদি জিজ্ঞেস করেছিলেন, ‘তুই সিনেমায় নামলি, অভিনয়ের কী জানিস?’ তিনি দিদিকে বলেছিলেন ‘না দিদি, পয়সার খুব দরকার, সিনেমা করতেই হবে। চেষ্টা করে দেখি, কতটা পারি।’ বাকিটা ইতিহাস |
advertisement
3/6
তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল ১৯৭৮-এ। কেটে গেছে প্রায় ৫০ বছর, ইন্ডাস্ট্রির খোলনলচে বদলে গেছে, বদলে গেছে বিনোদনের ধরন, কিন্তু আজও বাঙালি দেখে তাঁর সিনেমা৷
advertisement
4/6
ঋত্বিক ঘটকের ছবিতে তিনি কোনও দিনই অভিনয় করেননি। ঋত্বিক ঘটক তখন অসুস্থ ভর্তি মানসিক হাসপাতালে, এই সময়ে তাঁর ভরণপোষণ ,খাওয়াদাওয়া ও চিকিৎসার ভার নিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন৷ নিজের হাতে রান্না করে টিফিন বক্সে সেই খাবার নিয়ে নিজে সেই খাবার পৌঁছে দিয়ে আসতেন তিনি এমনটাই টলিগঞ্জে সূত্র মারফত খবর৷
advertisement
5/6
এদিকে মহানায়িক সুচিত্রা সেন সম্পর্কে বলেছিলেন, “আমার উত্তমকুমার হওয়া হত না রমা না থাকলে ও আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে সাহস দিয়ে আজকের আমার আমি কে গড়ে তুলেছে..|
advertisement
6/6
বাংলা সিনেমা. সাফল্যের তুঙ্গে থাকা সুচিত্রা সেন শুধুমাত্র বাংলার হয়েই থাকেননি৷ বলিউডেও একাধিক প্রকল্পে কাজ করেছেন৷ সেখানেও এসেছে সাফল্য৷ তবে খুব বেশি কাজ তাঁর হিন্দি ছবির দুনিয়ায় নেই৷