Bengali Superstar: চুপিসারে পর পর বিয়ে, পরকীয়ার অভিযোগে বিদ্ধ! মেকআপে চিনতে পারছেন কি বাঙালি নায়ককে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bengali Superstar: নতুন ছবির শ্যুটিং সেরে প্রচারে নেমেছেন সুপারস্টার। সেখানেই তাঁর এই নতুন লুক দেখে চমকে গিয়েছেন ভক্তরা। চেনাই যাচ্ছে না নায়ককে। আপনি চিনতে পারছেন?
advertisement
1/11

আমজনতার নজর এড়িয়ে পরপর বিয়ে করেছেন। লুকিয়েছেন সন্তানদের জন্মের কথাও। ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। বিতর্কে জর্জরিত সেই নায়ক।
advertisement
2/11
নতুন ছবির শ্যুটিং সেরে প্রচারে নেমেছেন সুপারস্টার। সেখানেই তাঁর এই নতুন লুক দেখে চমকে গিয়েছেন ভক্তরা। চেনাই যাচ্ছে না নায়ককে। আপনি চিনতে পারছেন?
advertisement
3/11
কয়েকটি সূত্র দিয়ে বোঝানো যেতে পারে। প্রথম দুই নায়িকাকে বিয়ে করেছেন চুপিসারে। বেশ কিছু বছর পরে সন্তান জন্মের কথা স্বীকার করেছেন। কারও ধারণা আরও এক নায়িকাকে বিয়ে করেছেন নায়ক।
advertisement
4/11
ঠিক ধরেছেন। তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস এবং শবনম বুবলির সঙ্গে তাঁর বিয়ে, বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মাঝে আবার শিরোনাম দখল করলেন প্রস্থেটিক মেকআপের কারণে।
advertisement
5/11
যদিও তিনি সপাটে জানিয়ে দিয়েছেন, তাঁর কেবল দু'টিই বিয়ে। যদিও সেই স্ত্রীদের কারও সঙ্গেই সম্পর্ক নেই এখন। তবে তিনি সন্তানদের দায়িত্ব পালনে মুখ ফেরাননি বলেই দাবি করেছেন।
advertisement
6/11
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি?"
advertisement
7/11
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি?"
advertisement
8/11
"সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই!''
advertisement
9/11
অশীতিপর বৃদ্ধর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নাম, 'প্রিয়তমা'। পরিচালনায় হিমেল আশরাফ। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্যুটের সময়ে প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা লেগেছে এই মেকআপ করতে। তুলতে আরও তিন ঘণ্টা।
advertisement
10/11
এই মেকআপের খরচ পাঁচ লাখ টাকার কম নয় বলেই জানিয়েছেন পরিচালক। এক জন নয়, বরং রূপটান শিল্পীদের একটি বড় টিম কাজ করেছেন শাকিবের এই লুক তৈরি করতে।
advertisement
11/11
ঢালিউডে ইতিমধ্যেই হইহই পড়ে গিয়েছে শাকিবের নতুন লুক নিয়ে। এবার অপেক্ষা ছবি মুক্তির।