TRENDING:

Ranojoy-Shyamoupti: ‘চূড়ান্ত রোমান্টিক!’ পাহাড়-উপত্যকায় গুড্ডির নায়ক-নায়িকার প্রেম, কোথায় গেলেন রণজয়-শ্যামৌপ্তি

Last Updated:
Ranojoy-Shyamoupti: দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
advertisement
1/6
চূড়ান্ত রোমান্টিক! পাহাড়ের কোলে গুড্ডির জুটি, কোথায় গেলেন রণজয়-শ্যামৌপ্তি
‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে। নতুন রসায়নে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। পাহাড়ের নৈস্বর্গিক দৃশ্যের মাঝে পর্দার ‘অনুজ’ এবং ‘গুড্ডি’। লাদাখের ল্যান্ডস্কেপে দেখা যাবে নায়ক-নায়িকাকে।
advertisement
2/6
নতুন মিউজিক ভিডিও শ্যুট করলেন রণজয় ও শ্যামৌপ্তি। মুম্বইয়ের পরিচালক সায়ন রায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল।
advertisement
3/6
ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দু’জনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
advertisement
4/6
দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
advertisement
5/6
দুই তারকা এখন কাজকেই প্রাধান্য দিতে চান। আপাতত লাদাখের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওটি।
advertisement
6/6
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranojoy-Shyamoupti: ‘চূড়ান্ত রোমান্টিক!’ পাহাড়-উপত্যকায় গুড্ডির নায়ক-নায়িকার প্রেম, কোথায় গেলেন রণজয়-শ্যামৌপ্তি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল