Govinda News: গোবিন্দা যখন নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন তখন ঠিক কোথায় ছিলেন গোবিন্দা পত্নী সুনীতা আহুজা, মেয়ে হাসপাতালে এল মুখ ঢেকে, সামনে আসল সত্যি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Govinda News: গোবিন্দা বলিউডের হিরো নম্বর ওয়ান, তাঁর পরিবারে স্ত্রী এবং ছেলে ও মেয়ে রয়েছে, কিন্তু অঘটনের সময় কে কোথায় ছিলেন...
advertisement
1/9

কোথায় ছিলেন গোবিন্দার স্ত্রী! বলিউড অভিনেতা গোবিন্দা যখন মঙ্গলবার ভোরে নিজের বাড়িতেই নিজে গুলি খান তখন কোথায় ছিলেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা৷ গোবিন্দা নিজেই নিজের লাইসেন্স যুক্ত রিভলবার থেকে দুর্ঘটনাবশত গুলিতে আহত হয়েছেন। তিনি যখন মুম্বইয়ে নিজের বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে। গোবিন্দ নিজের পায়েই গুলিবিদ্ধ হন, তখন তাঁর স্ত্রী সুনিতা বাড়িতে ছিলেন না। Photo- Collected
advertisement
2/9
কিন্তু কোথায় ছিলেন গোবিন্দার স্ত্রী সুনীতা, কেন তিনি বাড়িতে ছিলেন না৷ গোবিন্দের ম্যানেজার সৌরভ প্রজাপতি জানিয়েছেন তখন সুনীতা মুম্বইয়ের থেকে চার ঘণ্টা দূরে জয়পুরে ছিলেন। Photo- Collected
advertisement
3/9
গোবিন্দার ম্যানেজার আরও জানিয়েছেন ২৯ সেপ্টেম্বর খাটুশ্যাম বাবার দর্শনে গিয়েছিলেন সুনীতা। ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মন্দিরে যান। ১ অক্টোবর দুপুর ২টায় মুম্বই ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু মঙ্গলবার ভোর ৫টা নাগাদ গোবিন্দার দুর্ঘটনার খবর পান তিনি। Photo- Collected
advertisement
4/9
সৌরভ জানিয়েছেন, 'সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন সুনীতা। তিনি মুম্বই পৌঁছেছেন। গোবিন্দের স্বাস্থ্য এখন ভাল আছে৷’ সৌরভ প্রজাপতি রাজস্থানে গোবিন্দ ও সুনিতা দুজনের কাজ দেখাশোনা করেন। Photo- Collected
advertisement
5/9
গোবিন্দাকে দেখতে তাঁর মেয়ে টিনা আহুজাও হাসপাতালে পৌঁছোন যদিও হাসপাতালে ঢোকার সময় তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং চোখেও সানগ্লাস ছিল। Photo- Collected
advertisement
6/9
মুম্বই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিনেতার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি সুস্থ হয়ে উঠছেন। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেন, 'গোবিন্দকে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল। ভোর ছ-টার ফ্লাইট ধরতে হত। ভোর ৪টা ৪৫ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার সময় লাইসেন্স থাকা রিভলবার আলমারিতে রাখার সময় দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন তিনি। Photo- Collected
advertisement
7/9
পুলিশ জানায়, আহত অবস্থায় গোবিন্দকে নিকটবর্তী ক্রিটকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভর্তি করা হয়েছিল। কেউ অভিযোগ জমা না দিলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। Photo- Collected
advertisement
8/9
গোবিন্দা অরুণ আহুজা, গোবিন্দা নামে পরিচিত, 'কুলি নং 1', 'হিরো নং 1', 'দুলহে রাজা', 'সাজন চলে সাসুরাল; আর 'পার্টনার'-এর মতো ছবি দিয়ে দর্শকদের মনে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। তিনি ১৬৫টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। Photo- Collected
advertisement
9/9
১৯৮৬ সালে 'লভ ৮৬' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন গোবিন্দা। তাঁকে শেষ কাজ করেন ২০১৯ সালে 'রঙ্গিলা রাজা' ছবিতে। ২০২৪ এ লোকসভা নির্বাচনের এক মাস আগে তিনি মার্চ মাসে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেন। Photo- Collected