Govinda Neelam Love Story: পাগলের মতো প্রেম করতেন গোবিন্দা ও নীলম, কিন্তু একটি কারণে এক হতে পারেননি কখনও! আজ বিস্মৃত হিরো নম্বর ১
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Govinda Neelam Love Story: এমনও সময় গিয়েছে, যখন একসঙ্গে ৭০টি ছবিতে সই করেছেন তিনি অভিনয়ের জন্য। কিন্তু আজ বিস্মৃত গোবিন্দা।
advertisement
1/9

একের পর এক হেয়ার পিন বাঁক পেরিয়ে গাড়ি তখন দার্জিলিংয়ের প্রায় কাছে। যাত্রীর চোখ শৈলশহরের মায়ায় ভরা। এমন সময়ে ড্রাইভাররা উংছু এক ঢালের দিকে আঙুল দেখিয়ে বলবেন- ওই দেখুন, গোবিন্দার বাংলো। ধোঁয়া-মেঘের পর্দা আর ঝাউগাছের সারির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে লাল এক অট্টালিকা, নায়কের শৈলভবন। অনেকটাই তাঁর স্টারডমের মতো, বর্তমানে যা কেবলই নিঃসঙ্গ আর অতীত গৌরবের দ্যোতক।
advertisement
2/9
অথচ, বরাবর কিন্তু সময় এমন ছিল না। কেরিয়ারের দ্বিতীয় রোমান্টিক ড্রামা লাভ ৮৬ হিট করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে। এমনও সময় গিয়েছে, যখন একসঙ্গে ৭০টি ছবিতে সই করেছেন তিনি অভিনয়ের জন্য।
advertisement
3/9
যদি কেউ বলেন, বলিউডের ইন্ডাস্ট্রি আজ গোবিন্দাকে ভুলে গিয়েছে, তাহলে সেটা খুব একটা ভুল বলা হবে না, কোনও অনুষ্ঠানেও বড় একটা দেখা যায় না তাঁর উপস্থিতি, রুপোলি পর্দার কথা ছেড়েই দেওয়া যাক।
advertisement
4/9
অথচ এক সময়ে এই গোবিন্দাই উপহার দিয়েছেন বলিউডের বক্স অফিসে একের পর এক বাণিজ্যসফল ছবি, নায়ক-নেতিবাচক চরিত্র-তুখোড় কৌতূকাভিনেতা- সব কিছুর এক নিখুঁত মিশেল ছিলেন এই নায়ক। আশির দশকে তাঁর সঙ্গে ছবি করতে চাইতেন সব নায়িকাই। অথচ, যাঁর সঙ্গে গোবিন্দার জুটি সবচেয়ে সফল, বলা ভাল কিংবদন্তী, তিনি নীলম কোঠারি।
advertisement
5/9
দুজনে একসঙ্গে কাজ করেছেন ১৪টি ছবিতে। এতটাই তাঁদের রসায়ন পছন্দ ছিল ভক্তদের। এমনও হয়েছে, নীলম আর গোবিন্দা অভিনীত ৬টি ছবি মুক্তি পেয়েছে এক বছরে।
advertisement
6/9
বলা হয়, একসঙ্গে কাজ করতে করতে পরস্পরকে ভালবেসে ফেলেছিলেন এই নায়ক-নায়িকা। সে নিয়ে গুঞ্জন থামেনি এখনও, তবে এটা ঠিক যে তাঁদের রসায়ন শুধুই রুপোলি পর্দায় আটকে থাকেনি, বাস্তবেও নীলম আর গোবিন্দা হয়ে উঠেছিলেন প্রিয় বন্ধু।
advertisement
7/9
কিন্তু সেই প্রেম সফল হওয়ার আগেই সুনীতার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল গোবিন্দার। পরে গোবিন্দা ও সুনীতার দুই ছেলেমেয়ে রয়েছে।
advertisement
8/9
১৯৮৭ সাল, শ্যুটিং চলছে ঘর মে রাম গলি মে শ্যাম ছবির। সেই সময়ে এক সাক্ষাৎকারে ছবির সেটে বসে গোবিন্দা জানিয়েছিলেন যে তিনি সম্প্রতি ৭০টা ছবি সই করেছেন। তার মধ্যে ৮-১০টা ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে টাকার অভাবে। আরও ৪-৫টা তাঁকে ছেড়ে দিতে হয়েছে ডেট দিতে পারছেন না বলে। তার পরেও বাকি ছবিগুলো কিন্তু ঠিকই হয়েছিল, প্রযোজক-পরিচালকরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন নায়কের সময়ের জন্য।
advertisement
9/9
অথচ, ২০১৯ সালে এসে এই গোবিন্দারই রঙ্গিলা রাজা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পর থেকে তিনি এক নিঃসঙ্গ সম্রাট, তিনি না ভুললেও বলিউডের ক্যামেরা বোধ হয় তাঁকে ভুলেই গিয়েছে!