TRENDING:

‘সানি’ আসলে ভাইয়ের নাম! কেন এই নাম ধার নিয়েছিলেন সানি লিওন?

Last Updated:
advertisement
1/5
‘সানি’ আসলে ভাইয়ের নাম! কেন এই নাম ধার নিয়েছিলেন সানি লিওন?
• আসল নাম করণজিৎ কৌর বোহরা ৷ কিন্তু এই প্রাক্তন ইন্দো-কানাডিয়ান পর্ন স্টার পরিচিত হয়েছেন সানি লিওন নামেই ৷ কিন্তু কেন এই নাম পরিবর্তন ?
advertisement
2/5
• ‘সানি’ আসলে নায়িকার ভাইয়ের নাম ৷ সেই নামই ধার নিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি ৷ সম্প্রতি মুক্তি পেতে চলেছে দিলীপ মেহতাপ পরিচালিত সানি লিওনের ডক্যুইমেন্টরি ছবি ‘মোস্টলি সানি’ ৷ এর আগে জি ৫-এ দেখা গিয়েছিল তাঁর আত্মজীবনী, ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ৷
advertisement
3/5
• নতুন এই ডক্যুমেন্টরির প্রিমিয়ার হয়ে গেল সদ্য ৷ সেখানেই তাঁর জীবনের অজানা গল্প কিছুটা শেয়ার করলেন সানি ৷ তখনই বললেন, ‘সানি’ নামটি আসলে তাঁর ভাইয়ের নাম ৷ সেই নামেই পরে পরিচিত হয়েছেন তিনি ৷
advertisement
4/5
• আসলে প্রথম যে দিন শ্যুট ছিল সেদিন প্রথম থেকেই তাঁর মনে নাম নিয়ে সংশয় ছিল ৷ এরপর যখন ডিরেক্টর তাঁর নাম জিজ্ঞাসা করে হঠাৎই স্বতঃস্ফূতভাবে ‘সানি’ নামটি বলে ফেলেছিলেন নায়িকা ৷ তবে কেন ওই নামটিই তাঁর মাথায় এসেছিল তার কারণ এখনও বুঝতে পারেননি সানি লিওন ৷
advertisement
5/5
• পরে তাঁর নামের পিছনে ‘লিওন’টি যোগ করেছিলেন পেন্টহাউস-এর বব গুসিওনি ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘সানি’ আসলে ভাইয়ের নাম! কেন এই নাম ধার নিয়েছিলেন সানি লিওন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল