advertisement
1/7

বলিউড যে নায়িকাদের জন্য স্বর্গরাজ্য নয়, সে বক্তব্য মাঝেমধ্যেই উঠে আসে ৷ নায়িকারা নিজেই ইতিউতি সেই কথা জানিয়েছেন ৷ অসম বেতন হোক বা ছবিতে নায়িকাদের চরিত্র, প্রতিটি ক্ষেত্রেই নায়কদের থেকে এখনও পিছিয়ে নায়িকারা ৷ তার সঙ্গে জুড়েছে শ্লীলতাহানির অভিযোগ ৷ শ্যুটিং সেটে অনেক সময়ই সহ-অভিনেতা বা পরিচালকদের হেনস্থার মুখে পড়তে হয় তাদের ৷ কেউ কেউ অভিযোগ করেন, কেউ আবার মুখ বুঝে সহ্যই করে নেন ৷ পর্দায়ে যতই গ্ল্যামারস দেখাক নায়িকাদের, বাস্তবটা হয়ত ততটা মধুর নয় ৷ Photo Collected
advertisement
2/7
তনুশ্রী দত্তের কথা থেকে বেশ কিছু তথ্য সামনে এসেছে ৷ আগেই তিনি নানা পাটেকরকে নিয়ে মুখ খুলেছেন ৷ নানা তাকে হেনস্থা করেছেন বলে আগেই অভিযোগ করেছেন তনুশ্রী ৷ এবার তিনি আরও একটি ঘটনার উল্লেখ করেছেন ৷ Photo : News 18 Creative
advertisement
3/7
চকোলেট-ডিপ ডার্ক সিক্রেটস ছবিটি শ্যুটিং-এর সময় আরও একটি ঘটনা সামনে আনে বলিউডে নায়িকাদের দুরবস্থার কথা ৷ Photo Collected
advertisement
4/7
তনুশ্রী বলছেন, সেদিন সেটে উপস্থিত ছিলেন ইরফান খান, সুনীল শেট্টিও ৷ ইরফানের একটি ক্লোজ আপ শট নেওয়ার ছিল ৷ তার জন্য হঠাৎই পরিচালক বিবেক অগ্নিহোত্রী তনুশ্রীকে বলেন, 'কাপড়ে উতরকে নাচো' ! Photo Collected
advertisement
5/7
পরিচালকের এই নির্দেশ শুনে শুধু অবাকই নয়, লজ্জিত বোধ করেছিলেন তনুশ্রী ৷ শুধুমাত্র ইরফানকে কিউ দেওয়ার জন্য তাকে কাপড় খুলতে বলেন পরিচালক ! Photo Collected
advertisement
6/7
তবে ইরফান সেদিন প্রতিবাদ করেন ৷ তিনি জানিয়ে দেন নিজের শট তিনি নিজেই দিতে পারবেন, তনুশ্রীর কোন কিউ তার প্রয়োজন নেই ৷ সেই সেটে উপস্থিত সুনীল শেট্টিও পরিচালকের এই নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ৷ Photo Collected
advertisement
7/7
তাই এই দুজনের কাছে তনুশ্রী যে কৃতজ্ঞ, সেটা তিনি জানিয়েছেন ৷ তিনি আরও বলেছেন যে এমন মুষ্টিমেয় কিছু ভদ্র মানুষ বলিউডে আছেন যারা নায়িকাদের সঙ্গে হওয়া কোন অসম্মানের প্রতিবাদ করেন ৷ তবে এও ঠিক যে বেশিরভাগ নায়কই সেটে ঘটা এই ধরণের ঘটনা থেকে মুখ ফিরিয়ে নন ৷ Photo Collected