Happy Hug Day 2021: জয়াকে জড়িয়ে ধরছেন রেখা! সলমন অভিষেককে, বলিউডের সেরা আলিঙ্গন!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাধারণ মানুষদের আলিঙ্গন নিয়ে কে-ই বা মাথা ঘামায়! তারকা হলেই খবর হয়। এই যেমন ধরুন অমুক তারকার সঙ্গে তমুক তারকার মুখ দেখাদেখি নেই এক যুগ ধরে। আচমকা কোনও এক অনুষ্ঠানে দুই তারকা হেসে হেসে আলিঙ্গন করলেন পরস্পরকে। ব্যাস...
advertisement
1/7

আজ হল আলিঙ্গন দিবস বা হাগ ডে (Hug Day)। হঠাৎ করে কাউকে জাদু কি ঝাপ্পি দেবো-ই বা কেন? এই প্রশ্ন উঠতেই পারে! কিন্তু আর দিন তিনেক পরেই আসছে ভ্যালেন্টাইন'স ডে বা প্রেম দিবস। আর সেটা যাতে ঝুপ করে এসে টুপ করে চলে না যায়, তার জন্য সাত দিন ধরে অনেক উদযাপন চলে। ভালোবেসে কেউ কাউকে আলিঙ্গন করতেই পারেন, এতে দোষের কিছু নেই। বিশেষ করে আজকের এই হাগ ডে-তে ভালোবাসার মানুষকে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরেন অনেকেই। আর ভালোবাসার মানুষ মানেই যে সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই হতে হবে তা নয়। বাবা, মা, ভাই, বোন, বন্ধু এমনকি অফিসের বসও হতে পারে। তবে সাদামাটা মানুষদের আলিঙ্গন নিয়ে কে-ই বা মাথা ঘামায়! খবর হয় তখনই, যখন সেটা তারকাদের নিয়ে হয়। এই যেমন ধরুন অমুক তারকার সঙ্গে তমুক তারকার মুখ দেখাদেখি নেই এক যুগ ধরে। আচমকা কোনও এক অনুষ্ঠানে দুই তারকা হেসে হেসে আলিঙ্গন করলেন পরস্পরকে। ব্যস, খচাখচ ছবি উঠে সেটাই ব্রেকিং নিউজ হয়ে গেল। বলিউডের এরকম কয়েকটি আলিঙ্গনের দৃশ্য আজও অনেকে ভুলতে পারেননি। আলিঙ্গন দিবসে সেরকম কয়েকটি দৃশ্য আবার একবার ফিরে দেখা!
advertisement
2/7
১) ২০১৪ সালের বিখ্যাত দৃশ্য। সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) মধ্যে পেশাগত ও ব্যক্তিগত মনোমালিন্য অনেক দিনের। আর সেই সব ভুলে তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরেন।
advertisement
3/7
২) ২০১৪ সালকে আলাদা করে মনে রাখা উচিৎ শুধুই কয়েকটি বিশেষ আলিঙ্গনের জন্য। এই বছরটি অন্ততপক্ষে সলমন খানের জন্য পুরনো ক্ষত সারিয়ে নেওয়ার সময়। শুধু পেশাদারি শত্রুতা নয়, তিনি সহজ করে নিয়েছেন ব্যক্তিগত ভুলবোঝাবুঝিও। প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) স্বামী অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) জড়িয়ে ধরা তার প্রমাণ।
advertisement
4/7
৩) জয়া বচ্চন (Jaya Bachchan) আর রেখার (Rekha) মধ্যে যে মুখ দেখাদেখি নেই, সেটা আপামর ভারতীয় জানেন। কেন নেই, সেটাও জানেন। ২০১০ সালে সবাইকে চমকে দিয়ে পরস্পরকে আলিঙ্গন করেন দুই নায়িকা।
advertisement
5/7
৪) একদা রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রেমিকা ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আর তাঁকে আলিঙ্গন করে বর্তমান স্ত্রী ও তৎকালীন প্রেমিকা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বুঝিয়ে দেন যে পাস্ট ইজ পাস্ট।
advertisement
6/7
৫) আবার আলিঙ্গনের কেন্দ্রে রণবীর সিং। রয়েছেন তাঁর নেমসেক রণবীর কাপুরও (Ranbir Kapoor)। তিনি আর তাঁর প্রাক্তন দীপিকা জড়িয়ে ধরেন পর্দার খিলজিকে।
advertisement
7/7
৬) শেষের যে আলিঙ্গন দৃশ্যটি ভোলার নয়, সেটি যদিও বলিউডের নয়, তবু মনে রাখার মতোই। বিগ বস ১১-তে একে অপরের নাম শুনে তেলে-বেগুনে জ্বলে ওঠা শিল্পা শিন্দে (Shilpa Shinde) আর বিকাশ গুপ্তা (Vikas Gupta) পরস্পরকে জড়িয়ে ধরেন ক্যামেরার সামনে।