Amitabh-Rekha-Jaya: অমিতাভের প্রেমে না পড়ে উপায় আছে? সোজাসাপটা রেখা, জয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও কথা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শুধু অমিতাভকে (Amitabh Bachchan-Rekha Relation) নিয়ে কথা নয়, জয়া বচ্চনের (Jaya Bachchan-Rekha Relation) সঙ্গেও রেখার সম্পর্ক কেমন, তা জানা যায়৷
advertisement
1/8

•আপনি অমিতাভ বচ্চনকে ভালবাসেন? সরাসরি এই প্রশ্নই রেখেছিলেন সিমি গারেওয়াল রেখার মুখোমুখি হয়ে৷ সিমির বিখ্যাত শো রদেঁভু এসেছিলেন রেখা৷ সেখানেই রেখাকে এই জিজ্ঞাসা করেন সিমি৷ রেখাও প্রাণ খুলে উত্তর দেন৷ শুধু বিগ বি-র সঙ্গে রেখার সম্পর্ক নয়, উঠে আসে জয়া বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথাও৷ এমনকী রেখার প্রয়াত স্বামী মুকেশ অগ্রওয়ালের বিষয়ও উঠে আসে এই সাক্ষাৎকারে৷
advertisement
2/8
•রেখাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি অমিতাভের প্রেমে পড়েছেন? রেখা স্পষ্ট জবাব দেন যে এমন এক মানুষ অমিতাভ যে কোনও মানুষই তাঁর প্রেমে না পড়ে থাকতে পরবেন না৷ তাঁর যুক্তি যে তিনিই বা কেন বাদ থাকবেন৷ এমন মানুষের প্রেম এড়ানো যায়? পাল্ট প্রশ্ন করেন রেখা৷
advertisement
3/8
•তবে কীভাবে এতটা সহজে রেখার থেকে এই উত্তর পেলেন সিমি? তাঁকে যখন সেই প্রশ্ন করা হয়, তিনি জানান যে তিনি খুবই স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন করেন রেখাকে৷ তিনি আরও বলেন যে দাপুটে নেত্রী জয়াললিতাকেও তিনি জিজ্ঞাসা করেছিলেন এমজিআরের সঙ্গে সম্পর্কের কথা৷ জয়াও তাঁকে উত্তর দেন৷ একই রকমভাবে রেখাও তাঁর প্রশ্ন ফিরিয়ে দেননি৷ উল্টে অনেক কিছুই খোলসা করেছিলেন৷
advertisement
4/8
•রেখার সঙ্গে সিমি বন্ধুত্ব বহু পুরনো৷ ফলে সেই সুবিধাও পেয়ে যান সিমি৷ ফলে এই ধরণের বিতর্কিত প্রশ্ন করাও তাঁর জন্য সহজ হয়ে যায়৷ জানিয়েছেন সিমি গারেওয়াল৷
advertisement
5/8
•তবে অমিতাভের প্রেমে পড়লেও নাকি বিগ বি-র সঙ্গে কোনও রকম সরাসরি সম্পর্কে জড়াননি রেখা৷ নিজে মুখেই স্বীকার করেছেন তিনি৷ রেখা জানিয়েছেন যে, অমিতাভ-রেখা সম্পর্ক নিয়ে যতই মুচমুচে গল্প ছড়িয়ে থাকুক বাজারে, এর কোনও সত্যতা নেই৷ স্পষ্ট করেছেন রেখা৷
advertisement
6/8
•অন্যদিকে জয়া বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি৷ রেখা জয়াকে দিদিভাই বলে সম্বোধন করেন৷ তিনি বলেন যে দিদিভাই খুবই পরিণত এবং সবাইকে বেঁধে রাখার ক্ষমতা অসীম৷
advertisement
7/8
•রেখার কথায়, আমি দিদিভাইকে খুব শ্রদ্ধা করি৷ আমাদের খুব ভাল সম্পর্ক ছিল৷ এই সব বিতর্কের মাঝে তাতে কিছুটা ছেদ পড়েছে৷ তবে জয়া আমার দিদিভাই ছিলেন, এবং থাকবেনও৷ জয়া নিজেও সেটা বোঝেন৷ দাবি রেখার৷
advertisement
8/8
•যশ চোপড়ার ছবি সিলসিলার পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি অমিতাভ-রেখা জুটি৷ শুধুমাত্র কিছু কিছু অনুষ্ঠানেই মুখোমুখি হন দুই তারকা, জানিয়েছিলেন রেখা৷