Sidharth Shukla Death: সিদ্ধার্থ শুক্লাকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়ির সামনে আম জনতার ঢল, বাঁধন ভাঙা কান্নায় বিদায় স্বপ্নের নায়ককে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sidharth Shukla Death: মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত উঠতি এই তারকা, তাঁর মৃত্যু বড় ঝটকা সবার কাছেই
advertisement
1/5

এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Siddhartha Shukla) ৷ টিভি শো থেকে বলিউড সেলিব্রিটিরা একে একে পৌঁছেছেন প্রয়াত অভিনেতাকে শেষ চোখের দেখা দেখতে ৷ এরই মাঝে সিদ্ধার্থ শুক্লার কথিত গার্লফ্রেন্ড শাহনাজ গিল (Shanaz Gill) ও ভাই শাহজাদ বাদেশা তাঁর বাড়িতে পৌঁছেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
2/5
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও বিগ বস ১৩ (Bigg Boss 13 winner)-এর বিজায়ী সিদ্ধার্থ শুক্লা আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর ২০২১ (Sepetember 02, 2021) বৃহস্পতিবার (Thursday) হৃদরোগে আক্রাম্ত হয়ে প্রয়াত হয়েছেন (Siddhartha Shukla Died by Heart Attack) ৷ সিদ্ধার্থ শুক্লা বলিউডের অন্যতম উঠতি তারকা ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
3/5
মাত্র ৪০ বছর বয়সে এমন ভাবে মৃত্যু যা যে কোনও মানুষের কাছে অত্যন্ত বড় ঝটকা ৷ সিদ্ধার্থ শুক্লার বাইরের বাইরে অগণিত ভক্তের ঢল চোখের জলে স্বপ্নের নায়ককে মাত্র একবার চোখের দেখা দেখতে এসেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
4/5
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও বিগ বস ১৩ (Bigg Boss 13 winner)-এর বিজায়ী সিদ্ধার্থ শুক্লা আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর ২০২১ (Sepetember 02, 2021) বৃহস্পতিবার (Thursday) হৃদরোগে আক্রাম্ত হয়ে প্রয়াত হয়েছেন (Siddhartha Shukla Died by Heart Attack) ৷ সিদ্ধার্থ শুক্লা বলিউডের অন্যতম উঠতি তারকা ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
5/5
সিদ্ধার্থ শুক্লার বাড়ি ইতিমধ্যেই পৌঁছেছেন বিশাল সিং ৷ পরিবারকে সমবেদনা জানাতে তিনি পৌঁছেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷