TRENDING:

আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার

Last Updated:
সারা তেন্ডুলকর (Sara Tendulkar)) ইনস্টাগ্রামে আঁটোসাঁটো পোশাকে জিমের মধ্যে ফটো পোস্ট করেছেন৷ তাঁর হট ফটো (Sara Tendukar hot photo) পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে৷
advertisement
1/6
আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক,সারা তেন্ডুলকরে মজে বলিউড,তাঁর মন কোন ক্রিকেটারে
কলকাতা : সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর (Sachin Tendulkar’s daughter Sara Tendulkar) এই তকমা ছেড়ে অনেকদিন আগেই তিনি বেরিয়ে গেছেন৷ এখন তিনি নিজের একটা আলাদা ফ্যান ফলোয়িং বানিয়ে ফেলেছেন৷ সারা তেন্ডুলকর (Sara Tendulkar)) ইনস্টাগ্রামে আঁটোসাঁটো পোশাকে জিমের মধ্যে ফটো পোস্ট করেছেন৷ তাঁর হট ফটো (Sara Tendukar hot photo) পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
2/6
ফ্যানরা তো সকলেই নিজেদের ভালোবাসা উজাড় করে দিচ্ছেন সচিন তেন্ডুলকর কন্যা সারা-র (Sachin Tendulkar’s daughter Sara Tendulkar) ছবিতে৷ তবে শুধু সাধারণ ফ্যানরাই নয় বলিউডের তারকারাও সচিনের মেয়েকে নিয়মিত ফলো করেন , এই তালিকায় রয়েছেন অর্জুন কাপুর, কার্তিক আরিয়ান৷ তাঁর ছবিতে কমেন্ট করেন স্টারকিড কৃষ্ণা শ্রফও৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
3/6
সারা তেন্ডুলকরের কথা হবে আর শুভমান গিল কী করে বাদ থাকবেন , চারদিকেই এই দুজনকে নিয়ে গসিপ জোরদার৷ তাই সারা-র হট ফটোতে যাঁরা কমেন্ট করেছেন তাঁদের লেখাতেও শুভমান গিল প্রসঙ্গ উঠে এসেছে৷
advertisement
4/6
সারা তেন্ডুলকরের কথা হবে আর শুভমান গিল কী করে বাদ থাকবেন , চারদিকেই এই দুজনকে নিয়ে গসিপ জোরদার৷ তাই সারা-র হট ফটোতে যাঁরা কমেন্ট করেছেন তাঁদের লেখাতেও শুভমান গিল প্রসঙ্গ উঠে এসেছে৷ সারা এই ছবি পোস্ট করেছেনও এমনদিনে যেদিন কেকেআর আইপিএল ২০২১ ( IPL 2021 ) এর দ্বিতীয় পর্বে যেদিন প্রথম খেলবে৷ শুভমান গিল (Subhman Gill) ৩৪ বলে ৪৮ রান দলকে সহজ জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
5/6
এদিকে সারা আবার নিজের স্টোরিতে অন্য এক ক্রিকেটারের ছবি পোস্ট করেছেন৷ যা নিয়েও হইহই পড়ে গিয়েছে৷ ছবিতে মুম্বই ইন্ডিয়ান্সের দীপক চাহারকে দেখা গেছে৷ তাহলে কি শুভমান থেকে অন্য কোথাও মজল সারা সুন্দরীর মন৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
6/6
আসলে কারণ আর কিছুই নয় সচিন তেন্ডুলকর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ভাই অর্জুন তেন্ডুলকরও এই দলের সঙ্গে যুক্ত তাই এই দলের সঙ্গে তাঁরও নাড়ির টান৷ সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২১ এ প্রথম ম্যাচে সুরেশ রায়না আউট হওয়া হিসেবে এই ছবিটিকে স্টোরি করেছিলেন৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল